নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে শনিবার (১৪ অক্টোবর) দুপুর পর্যন্ত আট জেলেকে কারাদণ্ড এবং ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর দুপুর পর্যন্ত বিভাগে ১০২টি অভিযান পরিচালনা করা হয়। ৩৪টি ভ্রাম্যমাণ আদালত এতে কাজ করে। এসব অভিযানে ২৫১ কেজি ইলিশ এবং ৬২ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
উদ্ধার করা জালের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ লাখ ৩৩ হাজার টাকা। পাশাপাশি ১৩ জেলেকে আটক করে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকিদের কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন