নাশকতা সৃষ্টির অভিযোগে ময়মনসিংহে সন্ধিগ্ধ দুজনসহ জামায়াতের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) রাতে নগরীর বাইপাস সড়কে সরকারবিরোধী নাশকতার প্রস্তুতির সময় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন রিয়াজুল ইসলাম শাহীন (৩৯) রাকিবুল হাসান (২৮), শফিকুল ইসলাম হামিম (২৫), হুমাইয়ুন কবির (২৬), নেয়ামত উল্লাহ (১৯), মো আওলাদ হোসেন (৩২) ও মাসুদ রানা (৪৩)।
রোববার দুপুরে পাঁচদিনের রিমান্ড আবেদন করে তিন নম্বর ফাঁড়ির ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না আসামিদের আদালতে পাঠান।
তিনি জানান, শনিবার রাত সোয়া ৮টার দিকে নগরের বাইপাস সড়কে সরকারবিরোধী নাশকতার প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ৭-৮ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রায় দুই শতাধিক জামায়াত নেতাকর্মী পালিয়ে যায়। সেখান থেকে সাত নেতাকর্মীকে আটক করা হয়।
মন্তব্য করুন