কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১০:৩৯ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

চেয়ারম্যানের অনিয়মের অভিযোগ প্রধানমন্ত্রীকে পাঠালেন নারী সদস্য

অভিযুক্ত চেয়ারম্যান শাহাজাদা মো. আবু ইলিয়াস
অভিযুক্ত চেয়ারম্যান শাহাজাদা মো. আবু ইলিয়াস

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাদা মো. আবু ইলিয়াসের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নিজস্ব বাহিনী গড়ে তুলে তাদের দিয়ে ইউপির বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও ইউপি সদস্যদের লাঞ্ছিত করাসহ সরকারি মালামাল টাকার বিনিময়ে বণ্টনের অভিযোগ এনে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন সংরক্ষিত (৪, ৫, ৬নং ওয়ার্ডের) নারী সদস্য ফাতিমা তুজ জোহুরা (রুপা)।

অপরদিকে এই নারী সদস্যের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাল্টা অভিযোগ এনে ইউএনও দপ্তরে অভিযোগ করেছেন চেয়ারম্যান। পাল্টাপাল্টি এই অভিযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ১৪ জুন সংরক্ষিত ইউপি সদস্য ফাতিমা তুজ জোহুরা (রুপা) স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে দাখিল করেছেন।

লিখিত অভিযোগে এই সংরক্ষিত নারী ইউপি সদস্য উল্লেখ করেন- ‘ইউপি চেয়ারম্যান শাহাজাদা আমেরিকা প্রবাসী। তিনি নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী ছিলেন এবং নৌকা প্রতীক পোড়ানো মামলার চার্জশিটভুক্ত আসামি (যার নং-জিআর ২৫০/২১)। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নানা অনিয়ম, অনাচার ও স্বেচ্ছাচারিতা করে আসছেন। তিনি ওয়ার্ড সদস্যদের মূল্যায়ন না করে ক্ষমতার অপব্যবহার করেন। পরিষদের নির্ধারিত বাজেটের চিঠিপত্র দেখান না। প্রতি মাসে মাসিক মিটিং করার কথা থাকলেও তিনি তা না করে ৩-৪ মাস পরে হঠাৎ করে সদস্যদের ডেকে মাসিক সভা করে সদস্যদের কাছ থেকে স্বাক্ষর করে নেন। এতে কখন কী পরিমাণ বরাদ্দ আসে তা সদস্যদের জানানো হয় না।’

অভিযোগে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর নিয়মনীতির তোয়াক্কা না করে পরিষদের সদস্যদের মধ্যে তার মনোনীত ৭নং ও ৯নং ইউপি সদস্য আর ইউপি সচিবকে সম্পৃক্ত করে নিজের ইচ্ছামাফিক বিভিন্ন কার্যক্রম করে থাকেন। প্রায় ২ বছর ধরে চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৪৭ এর উপধারা (৩) নিয়মনীতি তোয়াক্কা না করে ইউনিয়ন পরিষদের আওতাধীন টিআর, কাবিখা ও থোকসহ অন্য সব প্রকল্পের বরাদ্দ অর্থ বণ্টন এবং পরিষদের সিংহভাগ কাজ একক সিদ্ধান্তে বাস্তবায়ন করে আসছেন। ইউপি সদস্যদের সঙ্গে আলোচনা না করে ইচ্ছামতো প্রকল্পের অর্থ বণ্টন করেন।’

এ ছাড়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী সংরক্ষিত ইউপি সদস্য হিসেবে রেশিও অনুযায়ী ভাগের স্লিপের মাল, রেশন কার্ড, গর্ভকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ভিজিডি কার্ড, ভিজিএফ কার্ডসহ অন্য সরকারি সব বরাদ্দ থেকে বঞ্চিত করে চেয়ারম্যানের গড়ে তোলা নিজস্ব বাহিনী ও একান্ত লোকদের দেওয়ার কারণে প্রকৃত দাবিদাররা বঞ্চিত হচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চেয়ারম্যান, ৭ ও ৯নং ইউপি সদস্য আর সচিবকে দিয়ে অফিস মেইনটেইন করেন এবং রেশন কার্ড, ভিজিডি কার্ড, ভিজিএফ কার্ড, গর্ভকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও পানির ট্যাংকির জন্য টাকা নেন। টাকার বিনিময়ে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে একই ব্যক্তিকে বারবার সরকারি সুবিধা দেওয়াসহ ইতিপূর্বে কোনো ইউপি সদস্যকে না জানিয়ে চেয়ারম্যানের মনমতো করা খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা, টিসিবি বিতরণে চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গের খবরদারিসহ নানা অনিয়মের প্রতিবাদ করায় চেয়ারম্যান তার গঠিত বাহিনী দিয়ে প্রথমে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্যকে লাঞ্ছিত করে এবং চাঁদখালী বাজারে প্রকাশ্যে ৬নং ইউপি সদস্যকে মারধর করে জখম করে।

এ ঘটনায় পাইকগাছা থানায় পৃথক জিডি ও মামলা হয় (জিডি নং-৭২০, তাং-১৫/১১/২২; মামলা নং-১৮, তাং-১৮/১১/২২)।

অপরদিকে গেল ২০ মে এই সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ থেকে বিশেষ সুবিধা না পাওয়ায় পরিষদের বিরুদ্ধে নানা অপপ্রচারের অভিযোগ এনে ইউএনও বরাবর অভিযোগ করেছেন চেয়ারম্যানসহ কয়েকজন সদস্য।

এ ছাড়াও এই নারী সদস্যের নামে সরকারি সুবিধা ভোগীর কার্ড থাকার কথা জানিয়েছেন চেয়ারম্যান।

অপরদিকে চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়া যেখানে কোনো কার্ড হয় না সেখানে ইউপি সদস্যের নামে কার্ড প্রদানে তিনি কেন স্বাক্ষর করলেন এই নিয়ে চলছে এলাকাজুড়ে নানা গুঞ্জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলিফকে খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

ফুটবলকে বিদায় বললেন মেসির আরও এক সতীর্থ

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

ভারতীয়দের জন্য সংকুচিত হচ্ছে মার্কিন দরজা

‘সোলজার’র প্রথম ঝলকে কী বার্তা দিলেন শাকিব খান?

কালবেলায় সংবাদ প্রকাশ / সেই রাশিদার চিকিৎসার দায়িত্ব নিল খুলনা মেডিকেল

টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ডিসি সারওয়ারের হুঁশিয়ারি

আবরার ফাহাদ স্মরণে ৮ স্তম্ভ নির্মাণ, ব্যয় কত

১০

মুক্তি পেলেন ইসরায়েলে আটক পাকিস্তানের জামায়াত নেতা

১১

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে হজযাত্রী নিবন্ধনের বিষয়ে যা জানা গেল

১২

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন : এম এ মালিক

১৩

এক দিনের ব্যবধানে আরও বাড়ল স্বর্ণের দাম

১৪

বাংলাদেশ সফরের জন্য আইরিশদের দল ঘোষণা

১৫

এবার আরেক অপ্রতিরোধ্য সক্ষমতা অর্জনের পথে পাকিস্তান

১৬

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার

১৭

মেঘনায় অভিযানিক দল ও জেলেদের সংঘর্ষ

১৮

হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী হামজা

১৯

যে ৬ সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না

২০
X