মাদারীপুরে ব্যবসায়ীদের ২৬ কোটি টাকা আত্মসাতে দায়েরকৃত মামলায় আদালতের নির্দেশে বণিক সমিতির এক নেতার দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) রাতে দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুর থেকে মনিরুল ইসলাম তুষার ভুইয়ার সিগারেট বোঝাই পিকআপটি জব্দ করা করা হয়। পরে এটিকে সিলগালা করে পুলিশ।
অভিযুক্ত মনিরুল ইসলাম তুষার ভুইয়া মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘আদালদের নির্দেশে দেড় কোটি টাকার সিগারেট জব্দ করা হয়েছে। এ ছাড়া মনিরুল ইসলাম তুষার ভুঁইয়ার যেকোনো গোডাউনে মালামাল পাওয়া গেলে সেটিও জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ব্যবসায়ীদের দায়েরকৃত মামলায় এই নির্দেশ দেন আদালত।’
মন্তব্য করুন