রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে রেস্টুরেন্ট উদ্বোধন ঘিরে তুলকালাম

রেস্টুরেন্ট উদ্বোধন অনুষ্ঠান করতে বন্ধ করা হয়েছে সড়কের একপাশ। ছবি : কালবেলা
রেস্টুরেন্ট উদ্বোধন অনুষ্ঠান করতে বন্ধ করা হয়েছে সড়কের একপাশ। ছবি : কালবেলা

নারাণগঞ্জের রূপগঞ্জে রাস্তা বন্ধ করে রেস্টুরেন্টের উদ্বোধনকে ঘিরে আ.লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এ ঘটনায় পথচারী, গাড়ির চালকসহ উভয়পক্ষের অন্তত ১৫ আহত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া বাজার এলাকায় শাহজাহান ভুঁইয়ার মার্কেটে একতারা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার নামে একটি রেস্টুরেন্ট গড়ে তোলেন স্থানীয় সাইফুল ইসলাম বাবুসহ আরও কয়েকজন।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রেস্টুরেন্টটি উদ্বোধনের কথা ছিল। রেস্টুরেন্টটির উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শ্রী বাবু চন্দ্র শীলকে ও সভাপতিত্ব করার কথা ছিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়ার।

স্থানীয়রা জানায়, ১৮ অক্টোবর রেস্টুরেন্টটির উদ্বোধনকে ঘিরে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বিকেল থেকে মুড়াপাড়া বাজারে রূপসী-কাঞ্চন সড়ককের এক লেন বন্ধ করে প্যান্ডেল ও স্টেজ তৈরি করতে থাকে। ব্যস্ততম এ সড়টি এক লেন বন্ধ করার কারণে সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। সন্ধ্যায় যানজটের ভয়াবহতা আরও বাড়তে থাকে। পরে উপজেলা প্রশাসন প্যান্ডেল সড়িয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পরও প্যান্ডেল ও স্টেজ করা বন্ধ করেনি। পরে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহম্মেদ আলমাসের লোকজন লাঠিসোঁটা নিয়ে সড়কে তৈরি করা প্যান্ডেল ও স্টেজ ভেঙে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়ার সমর্থক সাইফুল ইসলাম বাবুর লোকজন ধারাল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে আতঙ্কের সৃষ্টি করা হয়। এ সময় পুরো বাজারজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। বাজার এলাকায় থাকা ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়।

এদিকে সংঘর্ষে পথচারী, গাড়ির চালকসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে সুজন নামের এক যুবককে মুমূর্ষু অবস্থায় স্থানীয় ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে মুড়াপাড়া বাজারসহ আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

একতারা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের মালিক সাইফুল ইসলাম বাবু বলেন, আমরা সাতজন মিলে রেস্টুরেন্টটি দিয়েছি। উদ্বোধনের অনুষ্ঠানের জন্য প্যান্ডেল ও স্টেজ করার অনুমোতি প্রশাসন থেকে না নিলেও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়াকে জানানো হয়েছিলো। তবে কেউ কোনো কিছু না জানিয়ে প্যান্ডেল ও স্টেজ ভেঙে দেয়।

মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য তোফায়েল আহম্মেদ আলমাস বলেন, আমার লোকজন করেছে এটা সত্য নয়। সড়ক বন্ধ করে প্যান্ডেল করায় স্থানীয় ও গাড়িচালকরা প্যান্ডেলটি ভেঙে দিয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া বলেন, ঘটনাস্থলে আমি যাইনি। শুনেছি মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমাসের লোকজন হামলা চালিয়ে প্যান্ডেল ভাঙচুর করেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল হক বলেন, রাস্তা বন্ধ করে একটি রেস্টুরেন্টের প্যান্ডেল করা হচ্ছে শুনে এসিল্যান্ডকে পাঠানো হয়েছিল এবং আমি নির্দেশ দিয়েছিলাম প্যান্ডলটি ভেঙে দেওয়ার জন্য। কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ প্যান্ডেল না ভাঙায় রাতে ঝামেলা হয়েছে বলে আমি সকালে জানতে পেরেছি।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে ভারতীয় সেনাদের ব্যতিক্রমী কসরত

আগামী দিনে জাতির নেতৃত্ব দেবেন তারেক রহমান : মান্নান

এবার ভারত মহাসাগরে বিতর্কিত চাগোস দ্বীপপুঞ্জে নজর ট্রাম্পের

চেতনানাশক মিশ্রিত জুস খাইয়ে লুট, গ্রেপ্তার ৫

এভাবেই তো নায়ক হতে হয়!

জঙ্গল সলিমপুরে শিগগিরই অভিযান : র‍্যাব ডিজি

সমর্থকরা আটকে রাখলেন প্রার্থীকে, ভিডিও কলে প্রার্থিতা প্রত্যাহার

জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন : উপদেষ্টা রিজওয়ানা

ইইউ প্রতিনিধিদের সঙ্গে জমিয়তের বৈঠক

আইসিসি থেকে মিলল সুখবর

১০

যে নিয়মে বাড়িভাড়া বাড়াতে হবে মালিককে

১১

কড়াইল বস্তিবাসীর জন্য ফ্ল্যাট ও ক্লিনিক স্থাপনের আশ্বাস তারেক রহমানের

১২

আমরা বুড়ো হয়ে গেছি—চঞ্চলকে বললেন পরী

১৩

রূপায়ণ সিটির বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

১৪

যে কারণে পদ হারালেন বিএনপির ২ নেতা

১৫

শিশু শিক্ষায় মানদণ্ড, রাষ্ট্র পরিচালনায় নৈতিক পতন

১৬

সৌদিতে কমছে প্রবাসীদের কাজের সুযোগ, নতুন নির্দেশনা জারি

১৭

জামায়াতের ৭ নেতা পাচ্ছেন নিরাপত্তা

১৮

মাঠ ছেড়ে শুনানিতে? হাজিরা দিয়ে কী বললেন ভারতের এই তারকা ক্রিকেটার?

১৯

তুরস্ক-কাতারকে হুমকি দিলেন নেতানিয়াহু

২০
X