পাবনার কৃতি সন্তান বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য মোঃ সাহাবুদ্দিনের সুস্থতা কামনা করে পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) রাত ৮টায় পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত দোয়া মাহফিলে আলোচনা করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মির্জা আজাদ, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার, রানা প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা, পাবনা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জাসহ সাংবাদিকরা।
পরে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পাবনা জেনারেল হাসপাতালের পেশ ইমাম মাওলানা আলহাজ ইউনুস আলী।
মন্তব্য করুন