মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১১:০১ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

জামালপুরে উদ্বোধনের অপেক্ষায় খরকা ঝিল সেতু

খরকা ঝিল সেতু। ছবি : কালবেলা
খরকা ঝিল সেতু। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় উদ্বোধনের অপেক্ষায় ৫০ গ্রামের মানুষের স্বপ্নের খরকা ঝিল সেতু। সেতুটিকে ঘিরে এখন আশার আলো দেখছেন প্রায় ১ লাখ মানুষ। মাদারগঞ্জ উপজেলা পরিষদ হেডকোয়ার্টার থেকে মির্জা আজম খরকা ঝিলের ওপর নির্মিত সেতুটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে সেতুটি নির্মাণ হওয়ায় খুশি এলাকাবাসী।

২০২০ সালের শুরুতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মির্জা আজম সেতুটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, ভায়াডাক্টসহ ২৬০ মিটার দৈর্ঘ্য সেতুটির নির্মাণ ব্যয় বরাদ্দ দেওয়া হয় ২৩ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকা। ঠিকাদারি কাজ পায় চৌধুরি এন্টারপ্রাইজ। আগামী নভেম্বর এ কাজের মেয়াদ শেষ হবে।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উদ্বোধনের আগেই দৃষ্টিনন্দন এ সেতুটি দেখতে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের মানুষের আগমন ঘটছে। বিকেলে ভ্রমণপিপাসুদের আনাগোনায় মুখরিত হয় এই সেতু এলাকা।

জান্নাত মিতু নামে এক তরুণী জানান, তার বাড়ি সেতু এলাকা থেকে ২০ কিলোমিটার দূরে। ফেসবুকের মাধ্যমে দেখে তিনি সেতুটি দেখতে এসেছেন।

বালিজুড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সর্দার আব্দুল হাই বলেন, যখন এই সেতুটি ছিল না তখন আমাদের তারতাপাড়া থেকে উপজেলা পরিষদ চত্বর ও জরুরি সেবা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হতো নৌকা পারাপারে। এতে আমরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকতাম। এখন সেতুটি নির্মাণ হওয়ায় আমরা সহজেই ও খুব দ্রত সময়ের মধ্যে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছে যাচ্ছি। সেতুটি নির্মাণ করায় আমাদের সংসদ সদস্য আলহাজ মির্জা আজম এমপিকে আমার গ্রাম তারতাপাড়াবাসীর পক্ষে ধন্যবাদ জানাই।

মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল বলেন, মির্জা আজম খরকা ঝিলের ওপর নির্মিত সেতুটির কাজ ৯৮ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। আশা করা যাচ্ছে নভেম্বের মাসেই আমরা সেতুটির উদ্বোধন করতে পারব।

তিনি আরও বলেন, সেতুটির পাশে সংযোগ সব খানাখন্দ রাস্তাগুলোও সংস্কার করার জন্য আমাদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করি, দ্রুত সেই প্রস্তাবের অনুমোদন পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে প্রথমবারের মতো উদ্যোক্তা মেলা

রাকসু নির্বাচনেও প্রার্থী এক দম্পতি, দৃষ্টি কাড়ছে সবার 

রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত অস্থিতিশীলতা কাটবে না : আমীর খসরু

অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে : খেলাফত মজলিস

‘হ্যান্ডি ও ধাবা’ রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা

পিআর পদ্ধতি নিয়ে ‘গণভোট’ দাবি ইসলামী আন্দোলনের

স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইবনে সিনা, পাবেন একাধিক সুবিধা

হস্তান্তরের আগেই স্কুলের নবনির্মিত ভবনে ফাটল

আর্জেন্টিনা ও ব্রাজিলকে দুঃসংবাদ দিল ফিফা

১০

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় জানালেন ইসি সচিব

১১

জেসিআই ঢাকা সাউথের উদ্যোগে রাইজআপ টাইগ্রেস স্কলারশিপ প্রকল্পের উদ্বোধন

১২

মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন

১৪

গাজায় রুয়ান্ডার ছায়া, কী হতে চলেছে

১৫

আংশিক সূর্যগ্রহণের বিষয়ে জানাল আইএসপিআর

১৬

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার

১৭

মায়ের মৃত্যুর পর ১৪ বছর ধরে শিকলবন্দি লিটন

১৮

এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ব্রিটেন

১৯

শুক্রবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

২০
X