সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
মো. মনিরুল ইসলাম, আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জেলেদের চাল পাচ্ছে ভিন্ন পেশার মানুষ, বঞ্চিত প্রকৃত জেলেরা

বরগুনার আমতলীতে ঘাটে বাঁধা মাছ ধরার নৌকা। ছবি : কালবেলা
বরগুনার আমতলীতে ঘাটে বাঁধা মাছ ধরার নৌকা। ছবি : কালবেলা

বরগুনার আমতলীতে ৬ হাজারেরও অধিক নিবন্ধিত জেলে রয়েছে। কিন্তু এর মধ্যে অধিকাংশই ভিন্ন পেশার মানুষ বলে অভিযোগ স্থানীয় জেলেদের।

তারা বলছেন, প্রকৃত অনেক জেলেকে বাদ দিয়ে কয়েক হাজার ভুয়া জেলেদের অন্তর্ভুক্ত করা হয়েছে তালিকায়। তাই নিবন্ধিত না থাকায় সরকারি বিভিন্ন সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত জেলেরা। এ ছাড়াও জেলেদের বরাদ্দের খাদ্য সহায়তা (চাল) বিতরণে অনিয়ম ঠেকাতে যাচাইবাছাই করে চাল দেওয়ার দাবি স্থানীয় জেলেদের।

মৎস্য অফিসের তথ্য মতে, আমতলীতে কার্ডধারী জেলে রয়েছে ৬ হাজার ৭৮৯ জন। যার মধ্যে আমতলী পৌরসভায় ৪৯৬, ইউনিয়ন পর্যায়ে আমতলী সদরে ৩৪১, হলদিয়ায় ৮২৩, চাওড়ায় ৬০২, কুকুয়ায় ৬১৮, গুলিশাখালীতে ১ হাজার ৬৪০, আরপাঙ্গাশিয়ায় ১ হাজার ৩৪৮ জনকে প্রকৃত জেলে বলে শনাক্ত করে নিবন্ধন এবং পরিচয়পত্র প্রদান করা হয়েছে। প্রতি বছর জুলাই হতে ডিসেম্বর মাসের মধ্যে উপজেলা মৎস্য অফিস জেলেদের তালিকা হালনাগাদ করে। এ সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে একটি কমিটিও রয়েছে।

চলমান ২২ দিনের মৎস্য শিকরের নিষেধাজ্ঞার খোঁজখবর নিতে গিয়ে উপজেলার আরপাঙ্গাশিয়া, লোছা, আঙ্গুলকাটা ও লঞ্চঘাট জেলে পল্লীতে গেলে স্থানীয় জেলেরা অভিযোগ করেন, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও স্বচ্ছল ব্যক্তিরা কার্ডধারী জেলে। জীবনে কখনো মাছ শিকার করেননি, যাননি কখনো নদীর পাড়ে। তাদের প্রধান পেশা ব্যবসা-বাণিজ্য বা কৃষি। কিন্তু তারা নিবন্ধিত জেলে। খাদ্য সহায়তার তালিকায় সবার আগে থাকে তাদের নাম। প্রতি বছর জেলে হিসেবে তারা পান খাদ্য সহায়তা। চাল বিতরণের দিন লাইনেও দাঁড়াতে হয় না তাদের। অন্য লোকের মাধ্যমে চাল চলে যায় বাড়িতে।

একাধিক জেলে বলেন, এই বছরে এমনিতেই অনেক লোকসানে আছি। ধার দেনা করে কোনো মতে বেঁচে আছি। ৬৫ দিনের অবরোধে অনেক কষ্ট হয়েছে পরিবারকে নিয়ে। ইলিশ রক্ষায় আমরা প্রতি বছর সরকারের কথা মেনে ঘাটে থাকি। কিন্তু আমাদের নামের চাল আমরা প্রকৃত জেলেরা পাই না, অন্য পেশার মানুষরা চাল নিয়ে যায় আমাদের সামনে থেকে।

জেলেরা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, মাছ ধরে জাইল্লারা, চাউল পায় হাইল্লারা। তালিকায় থাকা ভুয়া জেলেদের কার্ড পরিবর্তিত না করা হলে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি সরকারের উদ্দেশ ব্যাহত হবে বলে জানান তারা।

আমতলী পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের জেলে স্বপন জানান, পাঁচ বছর ধরে তিনি জেলে পেশায়। তিনি সাগরে মাছ ধরেন। কিন্তু তাদের নামে জেলে কার্ড নেই।

উপজেলার গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা গ্রামের জেলে মনির প্যাদা বলেন, আমি ১০ বছর জেলে পেশায় আমার কার্ডও হয় নাই আর সরকারি কোনো সহায়তাও পাই না। এ ছাড়া আমার বাড়িতে আরও চারজন প্রকৃত জেলে রয়েছেন, যাদের কারোরই জেলে কার্ড নেই।

লোছা গ্রামের সোলাইমান জানান, তিনি ১৪ বছর ধরে জেলে পেশায় জড়িত। কিন্তু তার নামে জেলে কার্ড নেই।

ফেরদৌস নামের আরেক জেলে বলেন, চার বছর ধরে সাগরে মাছ শিকার করেন তিনি। জেলে তালিকায় নাম নেই তার। নেই জেলে কার্ডও। তাই মাছ ধরা বন্ধের সময় সরকারি কোনো সহায়তাও পান না তারা।

উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার জানান, অতীতে কীভাবে জেলে তালিকা তৈরি হয়েছে তা তিনি জানেন না। জেলে তালিকা হালনাগাদ চলছে। প্রকৃত জেলে শনাক্ত করে নিবন্ধনকরণ এবং তাদের পরিচয়পত্র প্রদান করা হবে। এ ছাড়া, তালিকায় ভুয়া জেলেদের বিষয়ে অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান। সঠিক জেলে তালিকা না থাকায় সরকারের উদ্দেশ ব্যাহত এবং অর্থের অপচয় হচ্ছে কি না, এমন প্রশ্নের তিনি কোনো উত্তর দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

ঢাকায় আসছেন জাকির নায়েক

১০

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১১

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১২

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৩

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৪

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১৬

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

১৭

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

১৮

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

১৯

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

২০
X