বিএনপির চলমান আন্দোলনে বাধ্য হয়ে সরকার সংলাপের জাল বিছাচ্ছে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলছেন, সরকার পদত্যাগের আগে কোনো সংলাপ নয়। পদত্যাগ করলে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংলাপ হতে পারে।
শনিবার (২১) সকালে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে চলমান রাজনতিক পরিস্থিতির আলোকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আর একটা পথ খোলা আছে। যদি কেয়ারটেকার প্রশ্নে আলোচনায় আসেন তাহলে বিএনপি বিবেচনা করে দেখবে, করা যাবে কি না।
তিনি আরও বলেন, আমরা বেগম খালদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলন করছি। আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি। আমাদের একদফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। আমরা পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা বলছি। বাংলাদশে ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলছি। এটা নিয়ে আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের জন্য কোনো আপস নেই।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুলসহ স্থানীয় নেতারা।
মন্তব্য করুন