নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে আনাফ হোসেন (৩) ও হুমায়রা খাতুন (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহন গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, আনাফ হোসেন ওই গ্রামের সোহেল হোসেনের ছেলে এবং হুমায়রা পাবনার ফরিদপুরের থানাপাড়া এলাকার একরামুল ইসলাম নয়নের মেয়ে। হুমায়রা তার মা পিংকি বেগমের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। নিহতরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাইবোন।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, আনাফ তার ফুফাতো বোন হুমায়রাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। এ সময় পরিবারের সবার অগোচরে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায় তারা। এদিকে অনেকটা সময় তাদের কোনো শব্দ না পেয়ে হুমায়রাকে খোঁজা শুরু করে তার মা। এ সময় তার মেয়েকে খুঁজে না পেলে স্বজনসহ প্রতিবেশীরা আনাফকেও খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন