লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মাটি পরীক্ষা আর প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ ব্রিজ নির্মাণ

বছরের পর বছর এভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। ছবি : কালবেলা
বছরের পর বছর এভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। ছবি : কালবেলা

বছরের পর বছর মাটি পরীক্ষা আর স্থানীয় জনপ্রতিনিধিগণের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রয়েছে ব্রিজ নির্মাণ। ব্রিজের অভাবে দীর্ঘদিন থেকে লালমনিরহাটের আদিতমারী ও কালিগঞ্জ উপজেলার তিন ইউনিয়নের অর্ধ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত একযুগে একাধিকবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীরা মাপযোগ ও মাটি পরীক্ষা করেছে এবং স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বাস্তবে ব্রিজ নির্মাণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষতুলি এলাকার মালদাহ নদীর ওপর ব্রিজ না থাকায় নৌকাযোগে পার হচ্ছেন শিক্ষার্থীসহ গ্রামের মানুষজন। কৃষকরা নদী পাড় করছে তাদের আবাদি ফসল।

জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি, ফলিমারী, দুলালী এলাকা ও দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর, উত্তর গোবধা, শঠিবাড়ী এবং পার্শ্ববর্তী উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচী এলাকার মানুষজন নিয়মিত চলাচল করেন মহিষতুলি এলাকার ওই মালদা নদীর ওপর দিয়ে। নদীতে ব্রিজ না থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষের। শুষ্ক মৌসুমে নৌকাযোগে নদী পার হলেও বর্ষা মৌসুমে তারা বিড়ম্বনায় পড়েন। নদীর প্রবল স্রোতে নৌকায় পার হতে কষ্ট ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, ওই মালদা নদীর ওপর ব্রিজ নির্মাণ হলে চলাচলে সুবিধার পাশাপাশি পুরো এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।

স্থানীয় বাসিন্দা জমসের আলী বলেন, ব্রিজ না থাকায় চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। কৃষকদের ফসল পারাপারেও হচ্ছে ভোগান্তি। মহিষতুলির বাসিন্দা রমনি কান্ত (৫৫) বলেন, ব্রিজ না থাকায় অনেক কষ্টে চলাচল করতে হয়। শুনে আসছি ব্রিজ হবে, কিন্তু বুড়ো হয়ে গেলাম, ব্রিজ আর হলো না।

দুলালী একালার জেলে খোরশেদ আলম বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন। এলজিইডির লোকজন এসে মাটি পরীক্ষা ও মাপামাপি করে গেছেন কিন্তু ফলাফল শূন্য।

তবে জনগণের ভোগান্তি নিরসনে স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী সম্প্রতি আবারও মহিষতুলিতে ব্রিজ নির্মাণের জন্য সুপারিশ পত্র দিয়েছেন জানিয়ে এলজিইডির আদিতমারী উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম বলেন, মহিষতুলির মালদহ নদীতে সেতু নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে সেতু নির্মাণকাজ শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও শক্তি বাড়াল মোস্তাফিজের সাবেক দল

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার

ট্রাম্পের আমন্ত্রণে ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান

সিলেটের পথে তারেক রহমান

সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান উপদেষ্টা ফরিদার

প্রিয়াঙ্কার স্মৃতিচারণ

সুশান্তের জন্মদিনে বোনের খোলা চিঠি

পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের

ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে হুমকি নেই, বিবৃতিতে আরও যা জানাল আইসিসি

তিতুমীরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ-ভাঙচুর

১০

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা

১১

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি

১২

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ কখন, জানাল অধিদপ্তর

১৩

শরীফ ফার্মাসিউটিক্যালসের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

১৪

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ

১৫

রাজশাহীতে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

আগামী নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : মেজর হাফিজ

১৭

তারেক রহমান যাবেন শ্বশুরবাড়ি, রান্না হচ্ছে ৪০ হাঁড়ি

১৮

জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে রাজশাহীতে নির্বাচন করতে না দেওয়ার হুমকি

১৯

জাপানের সাবেক প্রধানমন্ত্রীর হত্যাকারীর বিরুদ্ধে সাজা ঘোষণা

২০
X