লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মাটি পরীক্ষা আর প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ ব্রিজ নির্মাণ

বছরের পর বছর এভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। ছবি : কালবেলা
বছরের পর বছর এভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। ছবি : কালবেলা

বছরের পর বছর মাটি পরীক্ষা আর স্থানীয় জনপ্রতিনিধিগণের প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রয়েছে ব্রিজ নির্মাণ। ব্রিজের অভাবে দীর্ঘদিন থেকে লালমনিরহাটের আদিতমারী ও কালিগঞ্জ উপজেলার তিন ইউনিয়নের অর্ধ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত একযুগে একাধিকবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীরা মাপযোগ ও মাটি পরীক্ষা করেছে এবং স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ কয়েকবার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বাস্তবে ব্রিজ নির্মাণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষতুলি এলাকার মালদাহ নদীর ওপর ব্রিজ না থাকায় নৌকাযোগে পার হচ্ছেন শিক্ষার্থীসহ গ্রামের মানুষজন। কৃষকরা নদী পাড় করছে তাদের আবাদি ফসল।

জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মহিষতুলি, ফলিমারী, দুলালী এলাকা ও দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর, উত্তর গোবধা, শঠিবাড়ী এবং পার্শ্ববর্তী উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচী এলাকার মানুষজন নিয়মিত চলাচল করেন মহিষতুলি এলাকার ওই মালদা নদীর ওপর দিয়ে। নদীতে ব্রিজ না থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষের। শুষ্ক মৌসুমে নৌকাযোগে নদী পার হলেও বর্ষা মৌসুমে তারা বিড়ম্বনায় পড়েন। নদীর প্রবল স্রোতে নৌকায় পার হতে কষ্ট ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, ওই মালদা নদীর ওপর ব্রিজ নির্মাণ হলে চলাচলে সুবিধার পাশাপাশি পুরো এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।

স্থানীয় বাসিন্দা জমসের আলী বলেন, ব্রিজ না থাকায় চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। কৃষকদের ফসল পারাপারেও হচ্ছে ভোগান্তি। মহিষতুলির বাসিন্দা রমনি কান্ত (৫৫) বলেন, ব্রিজ না থাকায় অনেক কষ্টে চলাচল করতে হয়। শুনে আসছি ব্রিজ হবে, কিন্তু বুড়ো হয়ে গেলাম, ব্রিজ আর হলো না।

দুলালী একালার জেলে খোরশেদ আলম বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন। এলজিইডির লোকজন এসে মাটি পরীক্ষা ও মাপামাপি করে গেছেন কিন্তু ফলাফল শূন্য।

তবে জনগণের ভোগান্তি নিরসনে স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী সম্প্রতি আবারও মহিষতুলিতে ব্রিজ নির্মাণের জন্য সুপারিশ পত্র দিয়েছেন জানিয়ে এলজিইডির আদিতমারী উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম বলেন, মহিষতুলির মালদহ নদীতে সেতু নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে সেতু নির্মাণকাজ শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

১০

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

১১

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১২

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১৩

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১৪

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১৫

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

১৬

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

১৭

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১৮

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

১৯

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

২০
X