দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার মামলায় বিএনপি জামায়াতের পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৬ অক্টোবর) রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সিংড়া ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি আবুল হোসেন প্রধান (৭৫), বুলাকীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি রমজান আলী (৪৫), সদস্য আনোয়ার হোসেন রানু (৪০) ও এমদাদুল হক (৫২) এবং সিংড়া ইউনিয়ন বিএনপির সদস্য সাইদুল ইসলাম (৩১)।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বদিউজ্জামান নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ১৬ অক্টোবর নাশকতার পরিকল্পনার অভিযোগে এজাহারনামীয় ৪২ এবং অজ্ঞাত বেশ কয়েক জনের নামে থানায় মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও এই মামলায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন