বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০১:০০ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে পথে পথে তল্লাশির অভিযোগ, গ্রেপ্তার ২

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বরিশালে বিএনপির দুই নেতাকের্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মহানগর জামায়াত নেতা নগরীর ইসলামপাড়া সড়ক এলাকার আশ্রাফ আলীর ছেলে এহছান আলী এবং জাগুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল হোসেন।

এদিকে ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ। সমাবেশে যোগ দিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বরিশাল ছাড়তে শুরু করেছে। তবে বেশিরভাগ নেতাকর্মী দুদিন আগেই ঢাকায় পৌঁছে গেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তাদের দাবি আইন-শৃঙ্খলা বাহিনীর হয়রানি এবং গ্রেপ্তার এড়াতেই নেতাকর্মীরা আগে ভাগে ঢাকায় পৌঁছেছে। তবে পথে পথে নেতা-কর্মীদের তল্লাশি এবং গ্রেপ্তারের অভিযোগ নেতাদের। এরই মধ্যে জামায়াত এবং বিএনপির দুই নেতাকে গ্রেপ্তারের দাবি করেছেন তারা।

কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৪ থেকে ১৫ সালে নাশকতার মামলায় ওয়ারেন্ট আসামি জামায়াত নেতা এনছান আলী। এছাড়া জাগুয়ায় জুয়ার আসর থেকে বিএনপি নেতা জামাল হোসেনকে আটক করা হয়েছে। রাজনৈতিক হয়রানি বা অন্য কোনো কারণে তাদের গ্রেপ্তার করা হয়নি।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, কী পরিমাণ নেতাকর্মী নিয়ে ঢাকায় যেতে হবে তেমন নির্দেশনা আমরা পাইনি। তবে আমরা ধরে নিয়েছি দক্ষিণ জেলা থেকে অন্তত দুই হাজার নেতাকর্মী মহাসমাবেশে অংশগ্রহণ করবে। যারা সমাবেশে অংশগ্রহণ করবে তারা সমাবেশের দুদিন আগেই ঢাকায় পৌঁছে গেছে। আমরা যারা জ্যেষ্ঠ নেতা আছি তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছি। সমাবেশ সফল করতে আমরাও কিছুটা কৌশলী হয়েছি। মহাসমাবেশের দুদিন আগেই ঢাকায় অবস্থান সেই কৌশলের একটি অংশ। তবে এর পরও নেতাকর্মীরা প্রশাসনিক হয়রানি এবং গ্রেপ্তার থেকে রক্ষা পাচ্ছে না।

দক্ষিণ জেলা বিএনপির এই নেতা দাবি করেন, ঢাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেলে জাগুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল হোসেনকে পুলিশ পরিচয়ে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, সরকার যা করছে তাতে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক, ভয় আছে। এজন্য তারা আগেভাগেই কেউ গাড়িতে, কেউ লঞ্চযোগে ঢাকায় পৌঁছে গেছে। আমরা বেশিরভাগ নেতাকর্মী ঢাকায় অবস্থান করছি। সরকার এবং প্রশাসনের হয়রানি থেকে রক্ষা পেতেই আগেভাগে ঢাকায় অবস্থান নেওেয়া।

তবে এখন পর্যন্ত মহানগরের কোন নেতাকর্মী গ্রেপ্তারের খবর নেই বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬ ঘণ্টায় সাত জেলায় সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

সাত মাস পর কারামুক্তি, ৫ মিনিট পর ফের গ্রেপ্তার

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

১০

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

১১

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

১২

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

১৩

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

১৪

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

১৫

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১৬

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১৭

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১৮

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১৯

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল এমপি প্রার্থীর

২০
X