পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, পিরোজপুর-২ আসনের মানুষ নৌকার বাইরে কাউকে এমপি হিসেবে দেখতে চায় না। তারা চায় আওয়ামী লীগের প্রার্থী, নৌকার প্রার্থী। তিনি এ আসনে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী দেওয়ার দাবি জানান।
গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগী জনসাধারণ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. মহিউদ্দিন মহারাজ বলেন, টানা তিনবার আওয়ামী লীগ এর সরকার ক্ষমতায় থাকার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বে দরিদ্র দেশ থেকে এ দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আবারও জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। ২০০১ সালে চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পরে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। বিএনপি আবার ক্ষমতায় আসলে তারা দরিদ্র মানুষের ভাতাও লুটপাট করে খাবে।
ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভান্ডারিয়া পৌরসভার চেয়ারম্যান ফাইজুর রশিদ খসরু জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আ. হক, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু, জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক আবুবকর ছিদ্দিক মন্টু, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত হোসেন তালুকদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা প্রমুখ।
ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রায় ২০ হাজার উপকারভোগী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত জনতা ও বক্তারা সমস্বরে মো. মহিউদ্দিন মহারাজকে পিরোজপুর-২ আসনে মনোনয়ন দেয়ার দাবি জানান।
মন্তব্য করুন