নারায়ণগঞ্জে বিএনপির অন্তত ৪৫ নেতাকর্মীকে গ্রেপ্তার হয়েছে। তাদের পুরোনো বিস্ফোরক আইনে ও নাশকতার অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।
শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির সমাবেশ কেন্দ্র করে রাতভর নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ‘গায়েবি মামলায়’ গণগ্রেপ্তার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।
পুলিশ বলছে, এসব অভিযান তাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ।
এদিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকার প্রবেশমুখে কয়েকটি স্থানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তল্লাশিচৌকি স্থাপন করেছে পুলিশ। জেলা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পাগলা, সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল, কাঁচপুর, তারাবো, মদনপুর, ভুলতা, পূর্বাচলসহ কয়েকটি স্থানে রয়েছে তাদের তল্লাশিচৌকি।
মন্তব্য করুন