নারায়ণগঞ্জের নগরীর চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে হরতাল পালনে মিছিল বের করে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। রোববার (২৯ অক্টোবর) সকালে বের করা ওই মিছিলে পুলিশ বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আহত হন এক নেতা। পরে পুলিশ মিছিল থেকে জেএসডির নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোতালেব মাস্টারকে আটক করে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
গণতন্ত্র মঞ্চের নারায়ণগঞ্জের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস বলেন, তারা শান্তিপূর্ণভাবে কালিরবাজার দলীয় অফিস থেকে মিছিল নিয়ে চাষাঢ়ায় গেলে পুলিশ হামলা করে। তারা নেতাকর্মীদের ধাওয়া করে।
এদিকে হরতালের কারণে সকাল থেকে যানবাহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
মন্তব্য করুন