নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়ে । এতে বিএনপির ৩ জন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) সকালে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদ জানান, ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ অতর্কিত গুলি ছুড়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।
এদিকে সিদ্ধিরগঞ্জের ইকবাল কমিশনারসহ আরও কয়েকজন সাইনবোর্ড এলাকা থেকে আটক হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, ‘হরতালকে কেন্দ্র করে কোন প্রকার অরাজগতা যাতে না হয় সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে। বিএনপির কিছু নেতাকর্মী প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তারা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শটগানের কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
এর আগে শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলের আধুরিয়া এলাকায় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক কাপড়ের দোকানের কর্মচারি আবু বক্কর জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তায় অজ্ঞাত কিছু ব্যক্তি তার গাড়ি থামিয়ে রাস্তায় আগুন দিয়ে দেয়।
রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। আগুন দেওয়া মোটরসাইকেলটি পুড়ে গেছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।
একইরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুু পূর্বপাশের ঢালে একদল লোক টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতার চেষ্টা করলে টহল পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যান।
মন্তব্য করুন