হরতাল সফল করতে কুমিল্লা নগরে রোববার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি চকবাজার ডাচ-বাংলা ব্যাংকের কাছে গেলে পথরোধ করে পুলিশ। এ সময় লাঠিচার্জ করে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
বিএনপি নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হরতাল সফল করতে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি মিছিল বের করে। মিছিলটি নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে থেকে চকবাজার এলাকায় ডাচ-বাংলা ব্যাংক এলাকায় গেলে পুলিশ বাধা দেয়। এ সময় লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বিএনপি নেতারা ছত্রভঙ্গ হয়ে পালানোর সময় পুলিশ দুই বিএনপি কর্মীকে আটক করে। এতে বেশ কয়েকজন নেতা আহত হয়েছেন বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। তবে আহত কিংবা আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘জনসাধারণের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয় এমন কিছু মেনে নেওয়া হবে না। হরতালের নামে নৈরাজ্য করতে এলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
মন্তব্য করুন