খুলনার ডুমুরিয়া উপজেলায় ডিউটি শেষে ফেরার পথে বাসচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বারাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম শাহ আলম (৫৭)। তিনি জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলায়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, ওই পুলিশ সদস্য মোটরসাইকেলে করে খুলনা ফিরছিলেন। পথে বারাতিয়া এলাকায় পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে জানান।
ওসি আরও জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন