বগুড়ায় হরতাল চলাকালে ছাত্রদলের সঙ্গে পুলিশের এবং বিএনপির সঙ্গে যুবলীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়ে। রোববার (২৯ অক্টোবর) সকালে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে ও টেম্পল রোডে এ ঘটনা ঘটে।
হরতাল পালনকারীরা রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসে সমবেত হন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন,‘সকাল ৯ টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি কয়েকশ গজ সামনে গেলে রানা প্লাজার সামনে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে ছাত্রদলের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হন।’
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ছাত্রদলের মিছিল থেকে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের নিবৃত করতে রাবার বুলেট ছোড়ে।
অপরদিকে জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন বলেন, তাদের নেতাকর্মীরা সকাল থেকেই সাতমাথা সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। সকাল ১০টার দিকে গালাপট্টি এলাকায় শহর বিএনপির কিছু নেতাকর্মী সমবেত হয়ে দুটি যানবাহন ভাঙচুর করেন। এরপর তারা জেলা আওয়ামী লীগ অফিসের দিকে অগ্রসর হতে থাকলে যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু বলেন, ‘যুবলীগের নেতাকর্মীরা শহর বিএনপির অফিসে হামলা করে ভাঙচুর শুরু করলে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।’
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরাফত ইসলাম জানান, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর আছে। সকালে ছাত্রদলের মিছিল থেকে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ পাঁচ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন