কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে পুলিশ বক্সে আগুন, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

সফিপুর এলাকায় তানহা হেলথ কেয়ার হাসপাতালে ভাঙচুরের খণ্ডচিত্র। ছবি : কালবেলা
সফিপুর এলাকায় তানহা হেলথ কেয়ার হাসপাতালে ভাঙচুরের খণ্ডচিত্র। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক, সফিপুর ও পল্লীবিদ্যুৎসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এ সময় তারা পুলিশ বক্সসহ বেশকিছু স্থাপনায় অগ্নিসংযোগ করেছে। এমনকি পাশের একটি হাসপাতালেও ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে।

এদিকে আট দিন ধরে শ্রমিকদের অসন্তোষের কারণে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে গাজীপুরের অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা বন্ধ থাকলেও সকালে কালিয়াকৈরে বিভিন্ন এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

গত ২২ অক্টোবর থেকে বেতন বৃদ্ধির দাবিতে টানা অষ্টম দিনের মতো কালিয়াকৈরে আন্দোলন চলছে। এতে উত্তাল হয়ে উঠেছে মহাসড়ক ও আশপাশের এলাকা। ফলে সকাল থেকেই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজসহ নানা কাজে বের হওয়া কর্মজীবী মানুষ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে টানা অষ্টম দিনের মতো মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভ থেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়েছে। উত্তেজিত শ্রমিকেরা ফাঁড়ির ফটক, কার্যালয়ের কাচ ও সাইনবোর্ড ভাঙচুর করেছেন। অপর দিকে সফিপুর এলাকায় এক সাংবাদিকের অফিসের সব সিসি ক্যামেরা ও অফিস ভাঙচুর করেছে বলে জানা গেছে।

মহাসড়কে অগ্নিসংযোগ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে করে দেয় আন্দোলনরত শ্রমিকরা। এদিকে সফিপুর এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের মুখোমুখি সংঘর্ষ হলে ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়। একপর্যায়ে সফিপুর এলাকায় তানহা হেলথ কেয়ার নামে একটি হাসপাতালে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেন ক্ষুব্ধ শ্রমিকরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সফিপুরে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়।

আরও জানা গেছে, ওয়ালটন শোরুম ও একটি পিকআপ ভ্যানেও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। অসংখ্য দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সড়কে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

এদিকে, বিএনপির ডাকা তিন দিনের অবরোধে কালিয়াকৈরে তেমন কোনো প্রভাব চোখে পড়েনি। এতে, কালিয়াকৈরে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে অবরোধের প্রথম দিন। অবরোধের মধ্যে স্বল্প পরিমাণ যানবাহন চলাচল করলেও শ্রমিকদের আন্দোলনের কারণে সকাল সাড়ে ৮টা থেকে সেগুলোর চলাচলও বন্ধ আছে। অবরোধ পালনে ভোর বেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের একটি মিছিল ছাড়া আর তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি। অবরোধের বিরুদ্ধে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের এক অংশের নেতাকর্মীরা কালিয়াকৈর বাজারসহ বাইপাস এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ চলাকালে কালিয়াকৈরের ইউএনও-পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকসহ অনেকেই একটি গোডাউনে অবরুদ্ধ অবস্থায় আটকা পড়ে ছিল। সাংবাদিকদের ক্যামেরা দেখলেই ইটপাটকেল ছুড়ছে শ্রমিকরা। ইতোমধ্যেই দুজনের মোবাইল ভেঙে ফেলা হয়েছে। পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি করলেও পিছু হটেনি শ্রমিকরা। ফাঁকা গুলি ও টিয়ারশেল দেখলে আরও বেশি ফুঁসে উঠছে তারা। পরে একপর্যায়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে শ্রমিকদের।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, কয়েক হাজার শ্রমিক মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল। তাদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে শ্রমিকদের সরানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, সকাল থেকে মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের আন্দোলনের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, গাজীপুরের সফিপুর, মৌচাক, পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিক আন্দোলন চলছে। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ভাঙচুর করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম চবি ক্যাম্পাস

চমেক হাসপাতালে হাজতির মৃত্যু

না ফেরার দেশে পাকিস্তানের প্রথম টেস্ট দলের শেষ জীবিত সদস্য

জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

আশুলিয়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

‘নির্বাচনে পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর ব্যবস্থা’

খাদ্য ফোরামে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাব

রাকসু নির্বাচনে ব্যতিক্রমী প্রচারপত্র : মাটিতে ফেললেই জন্মাবে গাছের চারা

হজ নিবন্ধনে সাড়া নেই, এখনো ফাঁকা ৭৫ হাজারের বেশি আসন

চাকসু নির্বাচন / জয়ের ধারা অব্যাহত রাখতে চায় শিবির, মরিয়া অন্যরাও

১০

সালমান শাহর মৃত্যুর মামলার শুনানি শেষ, রায় চলতি মাসে

১১

১৭ কোটি মানুষের খাদ্যের জোগান দিচ্ছে সরকার, আশ্রয়ে ১৩ লাখ রোহিঙ্গা : প্রধান উপদেষ্টা

১২

নাগরিক দুর্ভোগ নিরসনে সিটি করপোরেশনে স্মারকলিপি দেবে বিএনপি

১৩

‘৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, আমাদের বাঁচার স্বপ্ন’

১৪

রামুতে মিথ্যা মামলায় যুবক কারাগারে

১৫

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে পাঠানো হলো ঢাকায়

১৬

মন্ত্রণালয়ে চূড়ান্ত জকসু নীতিমালা, রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা

১৭

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী বহিষ্কার

১৮

বঙ্গ ফ্লেভার অ্যান্ড ফ্র্যাগরেন্স পরিদর্শনে জাইকা প্রতিনিধিদল

১৯

চাকসুতে দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য থাকছে আলাদা বুথ

২০
X