কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে পুলিশ বক্সে আগুন, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

সফিপুর এলাকায় তানহা হেলথ কেয়ার হাসপাতালে ভাঙচুরের খণ্ডচিত্র। ছবি : কালবেলা
সফিপুর এলাকায় তানহা হেলথ কেয়ার হাসপাতালে ভাঙচুরের খণ্ডচিত্র। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক, সফিপুর ও পল্লীবিদ্যুৎসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এ সময় তারা পুলিশ বক্সসহ বেশকিছু স্থাপনায় অগ্নিসংযোগ করেছে। এমনকি পাশের একটি হাসপাতালেও ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে।

এদিকে আট দিন ধরে শ্রমিকদের অসন্তোষের কারণে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে গাজীপুরের অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা বন্ধ থাকলেও সকালে কালিয়াকৈরে বিভিন্ন এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

গত ২২ অক্টোবর থেকে বেতন বৃদ্ধির দাবিতে টানা অষ্টম দিনের মতো কালিয়াকৈরে আন্দোলন চলছে। এতে উত্তাল হয়ে উঠেছে মহাসড়ক ও আশপাশের এলাকা। ফলে সকাল থেকেই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজসহ নানা কাজে বের হওয়া কর্মজীবী মানুষ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে টানা অষ্টম দিনের মতো মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভ থেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়িতে হামলা করা হয়েছে। উত্তেজিত শ্রমিকেরা ফাঁড়ির ফটক, কার্যালয়ের কাচ ও সাইনবোর্ড ভাঙচুর করেছেন। অপর দিকে সফিপুর এলাকায় এক সাংবাদিকের অফিসের সব সিসি ক্যামেরা ও অফিস ভাঙচুর করেছে বলে জানা গেছে।

মহাসড়কে অগ্নিসংযোগ সৃষ্টি করে যানবাহন চলাচল বন্ধ করে করে দেয় আন্দোলনরত শ্রমিকরা। এদিকে সফিপুর এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের মুখোমুখি সংঘর্ষ হলে ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়। একপর্যায়ে সফিপুর এলাকায় তানহা হেলথ কেয়ার নামে একটি হাসপাতালে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেন ক্ষুব্ধ শ্রমিকরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সফিপুরে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়।

আরও জানা গেছে, ওয়ালটন শোরুম ও একটি পিকআপ ভ্যানেও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। অসংখ্য দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সড়কে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

এদিকে, বিএনপির ডাকা তিন দিনের অবরোধে কালিয়াকৈরে তেমন কোনো প্রভাব চোখে পড়েনি। এতে, কালিয়াকৈরে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে অবরোধের প্রথম দিন। অবরোধের মধ্যে স্বল্প পরিমাণ যানবাহন চলাচল করলেও শ্রমিকদের আন্দোলনের কারণে সকাল সাড়ে ৮টা থেকে সেগুলোর চলাচলও বন্ধ আছে। অবরোধ পালনে ভোর বেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের একটি মিছিল ছাড়া আর তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি। অবরোধের বিরুদ্ধে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের এক অংশের নেতাকর্মীরা কালিয়াকৈর বাজারসহ বাইপাস এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ চলাকালে কালিয়াকৈরের ইউএনও-পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকসহ অনেকেই একটি গোডাউনে অবরুদ্ধ অবস্থায় আটকা পড়ে ছিল। সাংবাদিকদের ক্যামেরা দেখলেই ইটপাটকেল ছুড়ছে শ্রমিকরা। ইতোমধ্যেই দুজনের মোবাইল ভেঙে ফেলা হয়েছে। পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি করলেও পিছু হটেনি শ্রমিকরা। ফাঁকা গুলি ও টিয়ারশেল দেখলে আরও বেশি ফুঁসে উঠছে তারা। পরে একপর্যায়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে শ্রমিকদের।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, কয়েক হাজার শ্রমিক মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল। তাদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে শ্রমিকদের সরানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, সকাল থেকে মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের আন্দোলনের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, গাজীপুরের সফিপুর, মৌচাক, পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিক আন্দোলন চলছে। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ভাঙচুর করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা উদযাপনে নানা আয়োজন

‘প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি হয়ে গেছেন’

ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত

ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

প্রশাসনের গাফিলতিতে মধ্যরাতে মেয়েদের হল বন্ধ থাকে : জিএস পদপ্রার্থী জেরিন 

চুরির ভোটে জিতেই কি মোদি প্রধানমন্ত্রী? জোরালো হচ্ছে অভিযোগ

আর্জেন্টিনা খেলবে র‌্যাঙ্কিংয়ের ১৫৭তম দলের বিপক্ষে, জেনে নিন সময়সূচি

দুই বাচ্চার মা বলায় দেবের ওপর চটলেন শুভশ্রী

আশুলিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১০

সংবিধানের বই উঁচু করে অধ্যাপক কার্জন বললেন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে

১১

সাবমেরিন ক্যাবলে ত্রুটি, ৪ দিন ধরে অন্ধকারে ১৭ ইউনিয়ন

১২

চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে মামলা বিএনপি নেতার

১৩

বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই : রাশেদ প্রধান 

১৪

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস 

১৫

শ্যামনগর যুবদলের নতুন আহ্বায়ক শেখ নাজমুল হক

১৬

বাবাকে হত্যার তিন দিন আগেই কবর খোঁড়েন ছেলে

১৭

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

১৮

লোকালয়ে ঘুরছে বাঘ, বিজিবির সতর্কবার্তা

১৯

যে তিন নায়িকা নিয়ে কাজ করতে চান যিশু

২০
X