বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় অবরোধে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর

ঢাকা-রংপুর মহাসড়কে বিজিবি সদস্যদের অবস্থান। ছবি : কালবেলা
ঢাকা-রংপুর মহাসড়কে বিজিবি সদস্যদের অবস্থান। ছবি : কালবেলা

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে বগুড়ায় অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার কয়েকটি পয়েন্টে এ ঘটনা ঘটে। এদিকে অবরোধকারীদের হটিয়ে দিতে পুলিশ শটগানের গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে বলে জানা গেছে।

অবরোধ কর্মসূচির প্রথম দিন সকাল ৭টার দিকে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে শহরের উত্তরে মাটিডালী মোড়ে নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে নেতাকর্মীদের আরেক অংশ শহরের দক্ষিণে লিচুতলা দ্বিতীয় বাইপাস মোড়ে অবস্থান নেন। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী বেশ কিছু যানবাহন লিচুতলা বাইপাস মোড়ে আটকা পড়ে। সেসব যানবাহন চলাচলের উদ্যোগ নিতে সকাল ১০টার দিকে পুলিশ পৌঁছে। এসময় সেখানে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধকারিরা। তাদের হটিয়ে দিতে পুলিশ শটগানের গুলি ছোড়ে।

লিচুতলা এলাকায় অবস্থান নেওয়া যুবদল নেতা আহসান হাবিব মমি বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ আকস্মিক গুলি ছুড়লে যুবদলের চার কর্মী আহত হন।

এ ছাড়া দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলা থেকে যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে বনানীর দিকে যায়। তারা লিচুতলা বাইপাস মোড়ে পৌঁছলে অবরোধকারীরা তাদের ধাওয়া করে। এসময় তিনটি মটরসাইকেল ফেলে তারা পালিয়ে গেলে অবরোধকারীরা মটরসাইকেল তিনটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় অবরোধকারীদের পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেয়ার কারণে শহরের উত্তরাংশেও অনেক পরিবহন আটকা পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ যানবাহনগুলো মাটিডালী মোড় পার করে দেয়। এসব পরিবহন বাঘোপাড়া খোলারঘর এলাকায় পৌঁছলে অবরোধকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং বেশকিছু যানবাহন ভাচুর করে। খবর পেয়ে বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরা সেখানে পৌছলে সংঘর্ষ শুরু হয়। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে পুলিশ। এসময় অবরোধকারীর পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রায় আধাঘন্টা সংঘর্ষের পর অবরোধকারীরা পিছু হটে।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ রুবেল বলেন, বাঘোপাড়া খোলার ঘর এলাকায় মহাসড়কে নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। পুলিশ কোন উস্কানি ছাড়াই সেখানে নেতাকর্মীদের ওপর হামলা করে গুলি ছোড়ে। এসময় নেতাকর্মীরা কিছু যানবাহন ভাঙচুর করেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইহান ওয়ালিউল্লাহ বলেন, বাঘোপাড়ায় বেশ কিছু যানবাহন ভাঙচুর করে অবরোধকারীরা। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১০

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১১

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১২

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৩

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৪

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৫

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৬

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৭

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৮

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৯

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

২০
X