জসিম উদ্দিন, মোংলা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনের দুবলার চরের শুঁটকির মৌসুম শুরু

মোংলার চিলা সংলগ্ন খাল ও নদীর কূলে অবস্থান নিয়েছে হাজারও জেলে। ছবি : কালবেলা
মোংলার চিলা সংলগ্ন খাল ও নদীর কূলে অবস্থান নিয়েছে হাজারও জেলে। ছবি : কালবেলা

সাগরদ্বীপ সুন্দরবনের দুবলার চরের শুঁটকি প্রক্রিয়াকরণ মৌসুম শুরু হয়েছে। বন বিভাগ থেকে অনুমতিপত্র গ্রহণ করে ৩ নভেম্বর থেকে সুন্দরবনের বিভিন্ন শুঁটকিপল্লীতে নৌ-বহর নিয়ে যাত্রা শুরু করবেন জেলে, বহদ্দার ও দোকানিরা।

ইতোমধ্যে প্রায় ৪ থেকে ৫ হাজার জেলে, ব্যবসায়ী, বহদ্দার ও দোকানি তাদের প্রস্তুতি সম্পন্ন করে পাশ পারমিটের জন্য অবস্থান নিয়েছে মোংলার চিলা সংলগ্ন খাল ও নদীর কূলে।

বন বিভাগের অনুমতি পেলে শুক্রবার (৩ নভেম্বর) থেকে দুবলার চরের উদ্দেশে রওয়ানা দিবে তারা। এরপর সেখানে গিয়ে জেলেরা নির্দিষ্ট চরগুলোতে অবস্থান নিয়ে নভেম্বর থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত অর্থাৎ মৌসুমের পাঁচ মাসের জন্য থাকা ও শুঁটকি সংরক্ষণের ঘর এবং শুঁটকি শুকানোর মাচা তৈরি করবেন। মোংলা চিলা এলাকার জেলে মো. মনা মিয়া বলেন, আমরা দীর্ঘ ৫ মাস দুবলার চরে থাকার জন্য সকল প্রস্তুতি নিয়ে মোংলার চিলা খালে অবস্থান নিয়েছি। বন বিভাগ থেকে অনুমতি পেলে শুক্রবার রওনা দেব।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা রানা দেব জানান, দেশের সামুদ্রিক শুঁটকি উৎপাদনের অন্যতম স্থান হচ্ছে পূর্ব সুন্দরবনের শরণখোল রেঞ্জের দুবলার চর। ৩ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত এই পাঁচ মাস চলবে শুঁটকি উৎপাদন প্রক্রিয়া। বঙ্গোপসাগর থেকে আহরিত লইট্টা, ছুরি, চিংড়ি, লাক্ষা, জাবা, পোয়া মাছ থেকে তৈরি করা হবে শুঁটকি। এসব শুঁটকি খুবই জনপ্রিয়। এখান থেকে উৎপাদিত এসব শুঁটকি চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। আবার দেশের চাহিদা মিটিয়ে বাছাইকৃত শুঁটকি বিদেশেও রপ্তানি হয়। এ ছাড়া জেলেদের জালে ধরা পড়া ছোট প্রজাতির মাছ, কাঁকড়া ও জলজপ্রাণি (রাস বলা হয়) শুঁকিয়ে তা দিয়ে ফিশ মিল তৈরি করা হয়।

এ বছর দুবলা জেলেপল্লীর টহল ফাঁড়ির আওতাধীন আলোরকোল, মাঝের কিল্লা, শেলা ও নারকেলবাড়িয়া এই চারটি চরে এক হাজার ৩০ জেলে ঘর ও শুঁটকি সংরক্ষণের ঘর, ৬৩টি ডিপো ঘর, ৯৬ দোকান ঘর তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এখন শুধু জেলে ও তাদের ব্যবহত ট্রলারের অনুমতি নিয়ে জেলেরা যাত্রা করবে দুবলার চরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরাজীর্ণ ভোটকেন্দ্র ও সিসি ক্যামেরার তথ্য গেল ইসিতে

আমার শরীর, আমার সম্পদ : ঐশ্বরিয়া রাই

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তর করবেন যেভাবে

আমরা ৫৩ বছর ধোঁকা খেয়েছি আর নয় : চরমোনাই পীর

আফগানিস্তানের নাগরিকদের সব ইমিগ্রেশন আবেদন স্থগিত যুক্তরাষ্ট্রের

শরীয়তপুরকে জাতীয় প্ল্যানের মধ্যে আনা উচিত : নুরুদ্দিন আহাম্মেদ অপু

নগর পরিচালন ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

আপ বাংলাদেশের এক নেতাকে অব্যাহতি

টেক্টর ঝড়ে বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য

আইপিএলে দল পেলেন না অজি অধিনায়ক

১০

ভুলেও সয়াবিন খাবেন না যে ৫ ধরনের ব্যক্তি 

১১

গাজা নিয়ে ‘ভয়ংকর অভিযোগ’, অ্যামনেস্টির সতর্কবার্তা

১২

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের খুলনা বিভাগীয় সমাবেশ ১ ডিসেম্বর

১৩

নির্বাচিত হলে সমৃদ্ধ হবে দাগনভূঞা ও সোনাগাজী : আব্দুল আউয়াল মিন্টু 

১৪

নির্বাচিত হলে খাল দখলমুক্ত করে জলাবদ্ধতা দূর করব : কাজী আলাউদ্দিন

১৫

ঢাকা-১ আসন বিএনপির আন্দোলন-সংগ্রামের অন্যতম দুর্গ

১৬

বিএনপি থেকে ‘সুখবর’ পেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

১৭

বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে : প্রেস সচিব

১৮

ধবলধোলাই হওয়ার পরও কোনো পদক্ষেপ নিবে না বিসিসিআই

১৯

যুবদলের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

২০
X