রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে ইমিগ্রেশন ও কাস্টমস সেবা চালু হবে। চিলাহাটি দিয়ে মানুষ ভারতে প্রবেশ করতে পারবে। শনিবার (৪ নভেম্বর) দুপুরর নীলফামারীর চিলাহাটিতে নবনির্মিত চিলাহাটি আইকনিক স্টেশন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, ‘চিলাহাটিতে ট্রেনে উঠে ভারতের জলপাইগুড়ি যাতায়াত করা যাবে। ভারতে যাতায়াতের জন্য চিলাহাটি স্টেশনে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেনের চার থেকে পাঁচটি বগি বরাদ্দ থাকবে। যেসব বগিতে এই অঞ্চলের মানুষ যাতায়াত করবে। বাকি বগি নিয়ে ট্রেন ঢাকা চলে যাবে।’
তিনি আরও বলেন, ‘চিলাহাটি স্থলবন্দর ঘোষণা হয়েছে ১০ বছর আগে। কিন্তু ইমিগ্রেশন ও কাস্টম সুবিধা না থাকায় সেটি চালু করা সম্ভব হয়নি। ডিসেম্বরে চিলাহাটি স্টেশনে ইমিগ্রেশন ও কাস্টমস সেবা চালু হলে স্থলবন্দর কার্যক্রম শুরু হবে। চিলাহাটি থেকে শুধু ভারত নয়, নেপাল-ভুটান পর্যন্ত মালবাহী ও যাত্রীবাহী ট্রেন চলবে।’
আগামী ১১ নভেম্বর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ, আগামী দিনে উত্তরাঞ্চলের নীলফামারীর চিলাহাটি সীমান্ত থেকে কক্সবাজার পর্যন্ত টেন চলবে। খুলনা মঙ্গলা বন্দর থেকে রেলপথ দিয়ে সরাসরি মালামাল আসবে এই স্টেশনে।’
উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মো. গোলাম সবুর, রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুল হক প্রমুখ।
মন্তব্য করুন