এনামুল হক রানা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে আমনের বাম্পার ফলনের আশা, কৃষকের মুখে হাসি

নরসিংদীর রায়পুরার করিমগঞ্জের বীলপাড় এলাকায় ধানক্ষেতের খণ্ডচিত্র। ছবি : কালবেলা
নরসিংদীর রায়পুরার করিমগঞ্জের বীলপাড় এলাকায় ধানক্ষেতের খণ্ডচিত্র। ছবি : কালবেলা

নরসিংদীর রায়পুরায় দিগন্তজুড়ে এখন ফসলের মাঠে সবুজের সমারোহ। চোখের দৃষ্টি যতদূর যায়, শুধু সবুজ আর সবুজে ফসলের মাঠ। মাঠজুড়ে সবুজ ধান গাছে ধানের থোর বাতাসে দুল খাচ্ছে। সময় মতো বৃষ্টি হওয়ায় ধানের থোরগুলো খুব ভালো হয়েছে এবং থোরগুলোতে ধানের গুটি পুষ্ট হতে শুরু করেছে। কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমনের বাম্পার ফলন হবে বলে আশাবাদ কৃষকরা।

উপজেলার বিভিন্ন এলাকায় ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, আমন ধানের জমিতে প্রকৃতির খেয়ালে গাঢ় সবুজ রঙ ধারণ করেছে। সবুজে ঘেরা আমনের মাঠে কৃষক ব্যস্ত সময় পার করছেন। ধানগাছ ভালো রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা জমির ঘাস পরিষ্কার, সার ও বালাইনাশক ওষুধ প্রয়োগ ও পার্চিংসহ সার্বক্ষণিক পরিচর্যা করছেন। ধানের চারাগুলো থেকে বের হয়েছে থোর, পুষ্ট হতে শুরু করেছে থোরগুলো। মাঠে মাঠে ধানের মৌ মৌ গন্ধ। এর কিছুদিন পরই সবার নজর কাড়বে সোনালি ধান। সোনালি স্বপ্নে সোনালি ধানে ভরে উঠবে কৃষকের শূন্য গোলা। গৃহিণীর মুখে ফুটবে হাসি। ব্যস্ত হয়ে যাবে পিঠা-পুলি তৈরিতে। সে অপেক্ষায় দিন গুনছেন কৃষক-কৃষাণীরা।

উপজেলার চরাঞ্চল ভেলুয়ারচর এলাকার কৃষক জাকারিয়া আহমেদ জানায়, প্রথম দিকে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিয়ে আমনের চারা রোপণ করেছি। তা ছাড়া সার, কীটনাশক, জ্বালানি তেল ও শ্রমিকের দাম বেড়ে যাওয়ায় ফসলের উৎপাদন খরচ বেড়েছে। চিন্তা হচ্ছে ধানের খরচ উঠাতে পারব কিনা।

আদিয়াবাদ দক্ষিণপাড়া গ্রামের কৃষক আব্দুর রহিম জানান, এ বছর আমি তিন বিঘা জমিতে আমন ধান চাষ করেছি। ধান গাছ থেকে ধানের থোর বের হয়েছে এবং গুটিও বাধতে শুরু করেছে। আল্লাহর রহমতে ধানের ফলন ভালো হবে বলে আশা করিছ।

রায়পুরা উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান, এ বছর আমন ধানের চাষ হয়েছে ৮ হাজার ৭৬০ হেক্টর জমিতে। সরকার কর্তৃক বিনামূল্যে ধানের বীজ দেওয়াতে চলতি মৌসুমে উপজেলার ২৪টি ইউনিয়নে ও একটি পৌরসভায় আমন ধানের অধিক চাষ করা হয়েছে। এ বছর পোকার আক্রমণ, অকালবন্যা ও অনাবৃষ্টির ভোগান্তি না থাকায় আমনের বাম্পার ফলন হবে বলেও আশাকরা যাচ্ছে।

কৃষি অফিস থেকে আমরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। এ ছাড়া কৃষকদের সময়মতো পরামর্শ দিয়ে যাচ্ছি, এবার আমন ক্ষেতে রোগবালাই কম। তাই ধানের বাম্পার ফলনের আশা করছি। ধানের উৎপাদন বৃদ্ধির জন্য এ বছর ৬৫০ জন কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এ ছাড়া জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নরসিংদী জেলার ৬টি উপজেলায় ৩৬ হাজার ৯০৯ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রার বিপরীতে ৪১ হাজার ৬৯ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ১৬০ হেক্টর জমি বেশি চাষ করা হয়েছে। এ বছর জেলায় ৭ হাজার ৫০০ জন কৃষকের মধ্যে প্রণোদনাস্বরূপ সার ও বিজ বিতরণ করা হয়েছে।

এ ছাড়া জেলার বাকি ৫টি উপজেলাওয়ারী হিসেবে নরসিংদী সদর উপজেলায় ৩ হাজার ৬০ হেক্টর, শিবপুরে ৯ হাজার ৩৪৯ হেক্টর, পলাশে ৩ হাজার ৫৬০ হেক্টর, বেলাবতে ৫ হাজার ৬৪০ হেক্টর ও মনোহরদীতে ১০ হাজার ৭০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শেষবারের মতো আমার ছেলের মুখটা দেখতে চাই’

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আভাস

০৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ দল ও সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

১০

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে

১১

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

১২

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

১৩

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

১৪

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১৫

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

১৬

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

১৭

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৮

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১৯

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

২০
X