কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০২:২৮ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:২৯ এএম
অনলাইন সংস্করণ

ঘুষ নেওয়ার অভিযোগে ট্রাফিক সার্জেন্ট প্রত্যাহার

অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট বি এম শফিউর রহমান। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট বি এম শফিউর রহমান। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জে মোটরসাইকেল আটকিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে। মঙ্গলবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী কয়েস মিয়া মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এরই মধ্যে অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট বি এম শফিউর রহমানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েস মিয়া ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বহলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মঙ্গলবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মরিচখালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের বটতলা ট্রাফিক বক্সের সামনে এলে পুলিশ কনস্টেবল হুমায়ুন মোটরসাইকেল থামাতে বলে। পরে মোটরসাইকেলের কাগজপত্র যাচাইবাছাই করার একপর্যায়ে ড্রাইভিং লাইসেন্স না থাকায় বটতলা ট্রাফিক বক্সে নিয়ে যাওয়া হয় কয়েস মিয়াকে। সেখানে কয়েসকে বলা হয় ২৫ হাজার টাকার মামলা হবে। হুমায়ুন কবির মামলা না দেওয়ার অনুরোধ জানালে কথাবার্তার এক পর্যায়ে কয়েস মিয়াকে ৪ হাজার টাকার অফার করা হয়। কয়েস এতেও রাজি না হওয়ায় পরবর্তীতে শেষ পর্যন্ত এক হাজার পাঁচশ টাকায় রফাদফা হয়। এসময় নগদ ৫০০ টাকা কনস্টেবল হুমায়ুন কবিরকে দেওয়া হয় ও বাকি টাকা সঙ্গে না থাকায় এক হাজার টাকা বিকাশের মাধ্যমে নিয়ে নেন সার্জেন্ট শফিউর রহমান। টাকা দেওয়ার পর মোটরসাইকেলটি ছেড়ে দেয়া হয়।

সূত্র জানায়, ট্রাফিক সার্জেন্ট শফিউর রহমান গত ২০ মে কিশোরগঞ্জে বদলি হয়ে আসেন। কিশোরগঞ্জে আসার পর থেকেই ঘুষ বাণিজ্যের একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছেন বলেও অভিযোগ রয়েছে। ঘুষ না দিলে তার সিন্ডিকেটের হাত থেকে রেহাই পাচ্ছেন না ট্রাক, ট্রাক্টর, সিএনজিচালক ও মোটরসাইকেল আরোহীরা।

ভুক্তভোগী কয়েস মিয়া কালবেলাকে বলেন, মামলার ভয় দেখিয়ে আমার কাছ থেকে মোট ১৫০০ টাকা নিয়ে মোটরসাইকেলটি ছেড়ে দেওয়া হয়। আমার কাছে টাকা ছিল ৫০০ থেকে ৬০০ মতো। বাড়ি থেকে বিকাশে টাকা এনে ট্রাফিক সার্জেন্ট শফিউর রহমানের বিকাশ নাম্বারে দেই। আমার ভাইটা প্রতিবন্ধী। তাদের চাপে প্রতিবন্ধী ভাইটা বাজারে গিয়ে আমার বিকাশে টাকা পাঠায়।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট বি এম শফিউর রহমানের সাথে কথা বলতে গেলে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ ছাড়াও সাংবাদিকদের সাইবার ক্রাইমে মামলা দেওয়ার হুমকি দেন।

পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) শাহজাহান মিয়া বলেন, অভিযোগকারীকে বলা হয়েছে পুলিশ সুপার বরাবর অভিযোগ দেওয়ার জন্য। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ট্রাফিক সার্জেন্ট বি এম শফিউর রহমানকে আপাতত ডিউটি থেকে ক্লোজ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, তার বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। অনুসন্ধান করে ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থেকে ৩৫ ব্যক্তি অব্যাহতি পাচ্ছেন 

এনবিআরের সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস বরখাস্ত

সকাল ৯টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব জেলায় 

‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি

যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মুজিবের ছেলের বিয়েতে সস্ত্রীক তারেক রহমান 

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক হতাহত, হেফাজতের শোক ও সহায়তার আহ্বান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল ছাত্রদল

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

১০

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

১১

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

১২

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

১৩

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

১৪

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

১৫

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

১৬

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

১৭

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

১৮

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১৯

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

২০
X