সাতক্ষীরার আশাশুনিতে সুপেয় পানির অভাবে চরম বিপর্যস্ত ৩৩২টি পরিবারকে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে জিডবি-ইউনিসেফ পাইপ ওয়াটার সিস্টেম উদ্বোধন করা হয়েছে। ইউনিসেফ বাংলাদেশ প্রধান শেলডন ইয়েট এ প্ল্যান্টের শুভ উদ্বোধন করেন।
এই প্রকল্পের মাধ্যমে উপজেলার কাদাকাটি ইউনিয়নের দীর্ঘ প্রায় ৬ কিলোমিটার পাইপলাইন ব্যবহার করে ৩টি ভিন্ন ভিন্ন পুকুর থেকে পানি সংগ্রহ করে এনে প্রকল্পের নির্মিত প্ল্যান্টের বিভিন্ন প্রক্রিয়ায় পরিশোধন করা হবে। এরপর ২৭টি ট্যাপ পয়েন্টের মাধ্যমে ৩৩২ পরিবারকে সারা বছর নিরাপদ পানি সরবরাহ করা হবে।
গত ১৯ জুন থেকে পানি সরবরাহ শুরু হয়েছে। সুপেয় পানি সরবরাহ কাজ দেখতে এলাকা পরিদর্শন করেন কাদাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিপংকর কুমার সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন জিডবি-ইউনিসেফ ঢাকা প্রকল্পের পরিচালক হতেশামুল রাসেল খান, খুলনা ডিপিএইচইয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বাদশাহ মিয়া, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, ইউনিসেফ খুলনা চিফ ফিল্ড অফিসার মো. কাউসার হোসেন, ইউনিসেফ ঢাকা ওয়াশ অফিসার নার্গিস আক্তার, ইউনিসেফ খুলনা ওয়াশ অফিসার মোহাম্মদ নাহিদ মাহমুদ, ইপিআরসি ঢাকা সহকারী নির্বাহী প্রেসিডেন্ট ড. সুফিয়া খানম ও ইপিআরসির উচ্চপদস্থ কর্মকর্তারা এবং পানিসংক্রান্ত কমিটির সব সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে কাদাকাটিসহ আশাশুনি উপজেলার পানযোগ্য নিরাপদ পানির সংকট মোকাবিলায় সুপারিশগুলো বিশদভাবে আলোচনা করা হয়। দিপংকর কুমার সরকার জানান, এলাকার মানুষ দীর্ঘকাল সুপেয় পানির অভাব চরমভাবে ভোগ করে আসছিল। সুপেয় পানির সন্ধানে মহিলারা ২-৫ মাইল পায়ে হেঁটে গিয়ে দূরবর্তী এলাকা থেকে কলসে পানি এনে কোনো রকমে কাজ মিটাতে কষ্টসাধ্য চেষ্টা করতেন। প্ল্যান্টটি চালু হওয়ায় এলাকার মানুষ এখন বাড়ি বসে সুপেয় পানি পাচ্ছে। এমন প্রকল্প এলাকার আরও কিছু গ্রামে স্থাপন করা প্রয়োজন বলে তিনি জানান।
মন্তব্য করুন