গাজীপুরে বিএনপির ডাকা অবরোধ চলাকালে শ্রীপুরে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) রাত ২টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, রাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যানটি সম্পূর্ণ পুড়ে গেছে।
মন্তব্য করুন