রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আইয়ুব আলী খানকে (৫০) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আইয়ুব আলী খান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও যৌনপল্লীর একজন বাড়িওয়ালা। তাকে ঢাকা সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য আইয়ুব আলী খানের ভাতিজা রুবেল খান বলেন, রাত আড়াইটার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালা দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলামের বাড়িতে ইউপি সদস্য আইয়ুব আলী খানকে দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন শেখ, সভাপতি আব্বাস, শরীফসহ বেশ কয়েকজন এলোপাতাড়ি মাথাসহ বিভিন্ন স্থানে ৬টি কোপ দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকা সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ইউপি সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। বিষয়টি মৌখিকভাবে শুনে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন