নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ও শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার তারাব পৌরসভার গন্ধবপুর এলাকা ও ডেমরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন- বাবু মিয়া, নাজমুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা।
নিহতদের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম বলেন, সোনারগাঁ এলাকা থেকে রূপগঞ্জে যাওয়ার পথে বিপরীতমুখী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী নাজমুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা ঘটনাস্থলেই মারা যান। তাদের সঙ্গে থাকা সন্তানও গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অপরদিকে গাউছিয়া এলাকা থেকে ডেমরা স্টাফকোয়ার্টারে যাওয়ার পথে বিপরীতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে বাবু মিয়া নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক চালকদের আটক করা না গেলেও মাইক্রোবাস ও ট্রাক জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন