রংপুরের পীরগাছায় রোটারি অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট জেনারেল অ্যান্ড ক্যান্সার হাসপাতালের উদ্ধোধন করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে রংপুর-কুড়িগ্রামের মহাসড়ক সংলগ্ন নব্দীগঞ্জে নবনির্মিত ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটির উদ্বোধন করা হয়।
জানা যায়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির প্রয়াত ছেলের নামে রোটারি ক্লাব অব উত্তরার সহযোগিতায় অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্টের অর্থায়নে ২০১৯ সালে এ হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ১৮৭ শতক জমির উপর ৬ তলা বিশিষ্ট এ হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। হাসপাতালটিতে মহিলাদের স্তন, জরায়ু মুখে ক্যান্সারসহ সব ধরনের ক্যান্সারের বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হবে।
হাসপাতালটি উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ক্যান্সার রোগীদের জন্য রংপুরে কোনো বিশেষায়িত হাসপাতাল নেই। আমার নির্বাচনী এলাকা পীরগাছা-কাউনিয়াসহ রংপুরের অঞ্চলের মানুষদের কথা চিন্তা করে আমি এ হাসপাতালটি তৈরির উদ্যোগ নিয়েছিলাম। আজ এর উদ্বোধন হতে যাচ্ছে। এ হাসপাতালের মাধ্যমে ক্যান্সার রোগীদের অত্যাধুনিক ও বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করা হবে।
মন্তব্য করুন