মুহাম্মদ আশরাফুল হক ভূঞা, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় প্রাথমিকে শিক্ষা কর্মকর্তাসহ ৯০ প্রধান শিক্ষকের পদ শূন্য

নেত্রকোনা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
নেত্রকোনা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ ৯০ প্রধান শিক্ষকের পদ খালি। ফলে স্থবিরতা বিরাজ করছে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে। দেখা দিচ্ছে নানা জটিলতা।

জানা যায় উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারের পদটি গত জুলাই মাস থেকে শূন্য। মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তা ছাড়া উপজেলায় ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯০টি বিদ্যালয়ে পূর্ণ মর্যাদার প্রধান শিক্ষক নেই। উপজেলা শিক্ষা অফিসে ১৩টি পদের মধ্যে ৮টি পদই খালি। কেবলমাত্র তিনজন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও দুজন অফিস সহায়ক জোড়াতালি দিয়ে কোনোভাবে চালাচ্ছেন অফিস। এতে করে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাঠদানসহ অন্যান্য শিক্ষা কার্যক্রম।

উপজেলায় পূর্ণ দায়িত্বে কোনো প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং ৯০ বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চলতি দায়িত্বে থেকে একইসঙ্গে দুই দায়িত্ব পালন করছেন। এতে হিমশিম খেতে হচ্ছে তাদেরও। অন্যদিকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়ছে। শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হলে শিগগিরই শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকের পদ পূরণ করা দরকার- মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, কেন্দুয়া উপজেলায় ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদটি গত জুলাই মাস থেকে শূন্য। ৯০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। ৪৭টি বিদ্যালয়ে সহকারী শিক্ষককে চলতি দায়িত্ব দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাজ চালানো হচ্ছে। ৪৩টি বিদ্যালয়ে সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তা ছাড়া বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে। সহকারী শিক্ষা অফিসারের সংকট থাকায় ৭টি ক্লাস্টারের কার্যক্রম ও ব্যাহত হচ্ছে।

কেন্দুয়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জহুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামিরুল হক জানান, গত জুলাই মাস থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদটি শূন্য হয়ে আছে। মোহনগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মাঝে মাঝে এসে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, উপজেলার ৯০টি প্রধান শিক্ষকের পদ শূন্যসহ শিক্ষা অফিসের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ ৮টি পদ শূন্য থাকায় বিদ্যালয়ে পাঠদান ও অফিসের কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। শিগগিরই এসব পদ পূরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।

উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং ৯০ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট রয়েছে। তা ছাড়া অফিসেও ৮টি পদ খালি আছে। এভাবে চললে শিক্ষার গুণগতমান ক্ষুণ্ন হবে। দ্রুত এ শূন্য পদগুলো পূরণ করলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে। আমি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছি।

কেন্দুয়া উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম জানান, গত জুলাই মাস থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদটি শূন্য এবং মোহনগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। উপজেলার ১৮২টি বিদ্যালয়ের মধ্যে ৯০টিতে স্থায়ী প্রধান শিক্ষক নেই। অফিসে ১৩টি পদের মধ্যে প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সহ ৮টি পদই শূন্য। যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। তারপরও শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

স্টাফ সংকটে প্রশাসনিকসহ সকল কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার কথা স্বীকার করে অতিরিক্ত দায়িত্বে থাকা মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান, আমি ১ আগস্ট থেকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছি। যেহেতু আমার মূল দায়িত্ব মোহনগঞ্জ উপজেলায় তাই কেন্দুয়া উপজেলায় সম্পূর্ণ দায়িত্ব পালন করা সম্ভব হয়ে উঠে না।

তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য খালি পদগুলো পূরণ করা জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X