নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী নিহত এবং তিনজন আহত হয়েছেন। রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের ভঙ্গানিয়া ফেনারগাতি স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাজীপুরের কোনাপাড়া থেকে সিএনজিচালিত অটোরিকশাটি কেন্দুয়ার কচন্দরা উলুয়াটি গ্রামে যাচ্ছিল। পথে সড়ক দুর্ঘটনায় অটোরিকশায় থাকা একই পরিবারের চারজন আহত হন। এদের মধ্যে আব্দুল মালেকের স্ত্রী সুফিয়া আক্তার (৫৫) মারা যান। আহত আব্দুল মালেককে (৬৫) আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহতের ঘটনাটি আমি শুনেছি।’
কেন্দুয়া থানার উপপরিদর্শক তানভির মেহেদি বলেন, ‘মোটরসাইকেল চালকের খোঁজ পাইনি। নিহতের লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন