কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুরে রাধাকৃষ্ণ সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) ভোর রাত থেকেই ভক্তদের আনাগোনা শুরু হলেও অনুষ্ঠানের সূচনালগ্ন হয় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও গঙ্গা আহ্বানের মাধ্যমে।
প্রসাদের মাধ্যমে অধিবেশের পর্ব শেষ করে শুক্রবার ভোর রাত থেকে মূল অনুষ্ঠানের আমেজ শুরু হয়।
সকাল ১০টায় নলুয়া চাঁদপুর গ্রামের গীতাস্কুলের শিক্ষার্থীদের দিয়ে গীতাপাঠের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। পুরো অনুষ্ঠানে পৌরহিত্য করেন সীতাকুণ্ড শংকর মঠ থেকে আসা শ্রী শ্রীমৎ প্রণবানন্দ ব্রহ্মচারী মহারাজ। গীতাপাঠ, গীতার আলোচনা এবং ভক্তিমূলক গানের মাধ্যমে অনুষ্ঠানকে রাঙিয়ে রাখেন অতিথিরা।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো সনাতনী ধর্ম অনুরাগী ভক্তের সমাগম ঘটে। পরে বিশ্ব শান্তি কামনা করে প্রার্থনা ও সব ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
মন্তব্য করুন