কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেছেন, হিংসাত্মক রাজনৈতিক বহিঃপ্রকাশ হিসেবে বিএনপি অবৈধ অবরোধ ও হরতাল দিচ্ছে। সারা দেশ যখন শান্তিপূর্ণভাবে চলছে তখন অবরোধ দিয়ে মানুষের পেটে লাথি মারা হচ্ছে। যে গরিব মানুষের জন্য রাজনীতি সেই গরিব মানুষের পেটে লাথি দিয়ে রাজনীতি হয় না।
৪র্থ দফায় সারা দেশে বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
রোববার (১২ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের পাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সৈয়দ আশফাকুল ইসলামের নেতৃত্বে বৈঠা হাতে এ কর্মসূচি পালন করা হয়।
সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, ‘বিএনপি-জামায়াত যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করে সেটা দেশের মানুষ মেনে নেবে। জ্বালাও-পোড়াও করা, মানুষকে হত্যা করা, দেশের অর্থনৈতিক ক্ষতি করা এ কাজ জনগণ কোনোদিন মেনে নিবে না। জনগণের সম্পদ কোনো অবস্থাতে যেন বিএনপি-জামায়াত নামে দুর্বৃত্তকারী সন্ত্রাসী সংগঠন নষ্ট করতে না পারে সে জন্য কিশোরগঞ্জে আওয়ামী লীগের নেতৃতে প্রতি মোড়ে মোড়ে পাহারা বসানো হয়েছে।’
অবস্থান কর্মসূচিতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহাম্মদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনসুর আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন