জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সদর উপজেলার ছাওয়াল পাড়া গ্রামের জনি হোসেন (৩৫) ও নওগাঁর বদলগাছি উপজেলার রসুলপুর গ্রামের সামিউল ইসলাম (২৮)।
জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ূন কবির জানান, নিহত জনি মোটরসাইকেল চালিয়ে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা থেকে তার কর্মস্থল দুর্গাদহ বাজারে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা জনির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তারা। পরে আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। আর আহত সামিউলে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সামিউলও মারা যায়।
মন্তব্য করুন