সুনামগঞ্জের দোয়ারাবাজারে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় খেয়া নৌকা থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার নরসিংহপুর ইউনিয়নের চেলা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ নভেম্বর) সকালে প্রতিদিনের ন্যায় খেয়া ঘাটে নৌকা দিয়ে লোক পারাপার করছিলেন বৃদ্ধ শাজাহান মিয়া (৬৫)। হঠাৎ বালুবোঝাই একটি বাল্কহেড খেয়া নৌকায় ধাক্কা দেয়। এসময় খেয়া নৌকার মাঝি শাহাজান মিয়া পানিতে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শাজাহান মিয়া নরসিংহপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও গ্রামের মৃত. সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আতিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেন। আটকরা হলেন- ছাতক উপজেলার ইসলাপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের আছির আলী পুত্র ফুল মিয়া (২৫), আসিদ আলীর পুত্র আক্কল আলী (৩০)।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, বাল্কহেডের ধাক্কায় খেয়া নৌকা থেকে পড়ে এক মাঝির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে, মামলাও প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন