ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর বাহারকে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব-৭। তবে তাকে কোথায় থেকে আটক করা হয়েছে বা কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে- এ ব্যাপারে এখনো কিছু জানায়নি র্যাব ও পুলিশ।
গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলা জানান, পুলিশ দলের সক্রিয় ও শীর্ষ নেতাদের টার্গেট করে জেলে বন্দি করার মিশনে নেমেছে। ফেনীর পুলিশ প্রশাসন মনে হচ্ছে পাইকারি দরে বিক্রি হয়ে গেছে। তবে এসব করে ফেনী নয়, সারা দেশেও আন্দোলনের গতিপথ আটকানো যাবে না। আর ফেনী হলো আন্দোলনের নগরী। এখানে আন্দোলন অতীতেও হয়েছে, এখনো হচ্ছে এবং আগামীতেও দুর্বার আন্দোলন হবে।
মন্তব্য করুন