কুড়িগ্রামের রাজারহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনগণের জানমাল রক্ষার্থে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৫ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়।
এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে খোলা মার্কেটে পেট্রল বিক্রি বন্ধ এবং গুরুত্বপূর্ণ রাস্তার ধারে গাছের গুঁড়ি ফেলতে নিষেধ করেন ছ’মিল মালিকদের। এ ছাড়াও বাজার ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার ওসি মো. আব্দুল্লাহিল জামান।
মন্তব্য করুন