মাদারীপুর সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামে দুই পক্ষের হাতাহাতির মধ্যে পড়ে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম মাজেদা বেগম।
জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের মাহবুব ফকিরের সঙ্গে একই এলাকার পান্নু খা ও ওমর হাওলাদারের বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার রাতে দুই পক্ষের মারামারি হয়।এ কারণে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখান থেকে পুলিশ চলে এলে আবারও হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ।
এ সময় মাদারীপুর সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের মাজেদা বেগম গুরুতর আহত হন। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাজেদা একই এলাকার মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
নিহতের পুত্রবধূ শ্যামলী বেগম বলেন, ‘আমার শাশুড়িকে পান্নু খা ও ওমর আলি পিটিয়ে মেরে ফেলেছেন। আমরা বিচার চাই।’
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’
মন্তব্য করুন