মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

ডিজিটালের যুগেও দেশের যে উপজেলায় ঘোরে না বাসের চাকা

দেশের একমাত্র বাস সার্ভিসবিহীন উপজেলায় চার্জার ভ্যান ও অটোরিকশায় একমাত্র চলাচলের ভরসা। ছবিটি দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই সেতু থেকে তোলা
দেশের একমাত্র বাস সার্ভিসবিহীন উপজেলায় চার্জার ভ্যান ও অটোরিকশায় একমাত্র চলাচলের ভরসা। ছবিটি দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই সেতু থেকে তোলা

দিনাজপুরের খানসামা উপজেলায় আছে আঞ্চলিক মহাসড়ক। আছে ব্রিজ-কালভার্টও তবুও ১৭ বছর ধরে ঘোরে না বাসের চাকা। যদিও ঘোরে সেটা ঢাকাগামী নাইট কোচ। যাত্রীবাহী বাস চলাচল করে না দীর্ঘদিন ধরে। উপজেলার প্রায় ২০০ কিলোমিটার পাকা সড়ক দখল করে আছে ভটভটি, নসিমন, অটোরিকশা আর ব্যাটারিচালিত রিকশাভ্যান। বাস চলাচল না করায় জীবনের ঝুঁকি নিয়েও এসব অবৈধ যানবাহনেই চলাচল করতে হচ্ছে প্রায় আড়াই লাখ মানুষকে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এমনকি প্রাণহানিও। সরকারের নির্দেশনা, গ্রাম হবে শহর। কিন্তু এ উপজেলার মানুষ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে এগোতে থাকলেও আজও মেলেনি যাত্রীবাহী বাসের সন্ধান।

আধুনিক যুগেও জনগণের এই দুর্ভোগের কথা স্বীকার করে অভিযোগ তুলেছেন খোদ সরকারি দলের নেতারাও। তারা বলছেন, সুবিধাবাদী একটি চক্রের কারণেই বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও এ উপজেলায় চলাচল করতে পারছে না যাত্রীবাহী বাস। দিনাজপুর জেলা সদর থেকে খানসামা উপজেলার সড়কপথে দূরত্ব ৪২ কিলোমিটার। আর এখান থেকে নীলফামারী জেলা সদরের দূরত্ব ১৫ কিলোমিটার। সৈয়দপুরের দূরত্ব ৩০ কিলোমিটার এবং বীরগঞ্জের দূরত্ব ১২ কিলোমিটার। উপজেলা সদর থেকে এসব স্থানে নির্মিত হয়েছে আধুনিক পাকা সড়ক। কিন্তু বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস। গত কয়েক বছরে ব্যাটারিচালিত রিকশাভ্যানে খানসামা থেকে নীলফামারী ও ইপিজেড যেতে প্রাণ গেছে কয়েকজনের। অবৈধ এসব যানে চলাচল করতে এই উপজেলায় প্রতি বছরই ঝরছে বহু মানুষের প্রাণ।

স্থানীয় দোকানদার আসাদুজ্জামান (বুড়া) বলেন, আমি দীর্ঘদিন বাসস্ট্যান্ডে দোকান করতাম। এরপর বাস বন্ধ হয়ে যায়। বাস বন্ধ হওয়ায় আমি বেকার হয়ে পড়ি। এখন বর্তমানে ছোটখাটো ব্যবসা করি। ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়। তাই আমি চাই পুনরায় যেন বাস চালু করা হয়।

স্থানীয় শিক্ষক হুমায়ুন বলেন, আমাদের উপজেলা অনেক আগেই বাস চলাচল করেছিল। আমরাও এই বাসে করে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। আমি চাই আবার পুনরায় বাস চালু করা হোক।

ভুক্তভোগী শিক্ষার্থী সোহেল আরমান জানান, আমি ছোটবেলায় দেখছি এই রাস্তা দিয়ে বাস চলতে। কিন্তু এখন অনেক বড় রাস্তা হয়েও কেন বাস চলে না তা আমার বোধগম্য নয়।

এ বিষয়ে রাশেদ মিলন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের উপজেলায় বাস চলাচল না করাটা লজ্জাজনক। যে এলাকায় যোগাযোগ ব্যবস্থা খারাপ, সে এলাকা উন্নত বলাটা কতটুকু যৌক্তিক।

ভুক্তভোগী জুয়েল বলেন, স্মার্ট যুগে সব উপজেলায় বাস চললেও আমাদের এ উপজেলায় চলে না এটা মানা যায় না।

সৈয়দপুরের উদ্দেশে রওনা দেওয়া পথচারী রেজা বলেন, অটোরিকশার জন্য অপেক্ষায় আছি। বাস তো দীর্ঘদিন ধরে নেই। তাই বাধ্য হয়ে এসব অবৈধ যানবাহনে যেতে হচ্ছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বলেন, এ সময়ে আমাদের উপজেলায় কোনো যাত্রীবাহী বাস চলাচল করে না, এটা লজ্জাকর। চার বছর আগে এখানে বিআরটিসির বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয় এবং চালুও হয়। কিন্তু অবৈধ যানবাহনের চাপে বন্ধ করতে বাধ্য হয়েছি।

বাস না চলেও রয়েছে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের শাখা। স্থানীয় শ্রমিক নেতা তালহা চৌধুরী বলেন, রাস্তা সরু হওয়ায় ১৭ বছর আগে এ উপজেলায় বাস চলাচল বন্ধ হয়েছে। বর্তমানে রাস্তাগুলো ভালো হওয়ায় আবার বাস চলাচলের জন্য মোটরমালিক সমিতিকে জানানো হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর জোরালো ভূমিকা প্রয়োজন।

দিনাজপুর মোটর পরিবহন মালিক সমিতির সভাপতি ভবানী শংকর আগরওয়ালের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে বিষয়টি এমপি সাহেব ও উপজেলা চেয়ারম্যান বলেছেন বাস চালু করার জন্য। এবার আপনি বললেন। আগামী ৫ তারিখে আমাদের একটি মিটিং আছে, সেখানে আমি এই বিষয়টি জানাবো। আশা করছি খুব শিগগিরই বাস পাবেন।

এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন জানান, আমি জেলা প্রশাসক মহোদয়কে জানাব বাস চলাচলের বিষয়টি। এই উপজেলায় যাত্রীবাহী বাস চালু করতে হলে স্থানীয় উদ্যোক্তাদেরই উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে প্রশাসনিকভাবে সার্বিক সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবিয়ান সাগরে নিহত ৪

দোনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে : পুতিন

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

১০

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

১১

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

১২

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

১৩

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

১৪

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১৬

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১৭

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৮

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

২০
X