বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া আর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত-২ এর কারণে চাঁদপুর টু নারায়ণগঞ্জ নৌপথের সব নৌযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিআইডব্লিউটিএ চাঁদপুরের বন্দর কর্মকর্তার কার্যালয় থেকে নৌযান বন্ধের এ ঘোষণা দেওয়া হয়।
বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সতর্কতা হিসেবে আমরা চাঁদপুর নারায়ণগঞ্জ রুটের সব নৌযান চলাচল বন্ধ রেখেছি। তবে চাঁদপুর-ঢাকা নৌপথে চলাচলকারী লঞ্চের সময়সূচি স্বাভাবিক রয়েছে। মুষলধারে বৃষ্টির পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় যাত্রী চলাচল তেমন একটা নেই।
মন্তব্য করুন