চাঁদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চের কেবিন থেকে মো. জয়নাল (৩৮) নামের এক যাত্রীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে চাঁদপুর লঞ্চ ঘাটে অবস্থান করা বোগদাদিয়া-৭ লঞ্চের ১০৩ নাম্বার কেবিন থেকে জয়নালের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
জয়নাল শরীয়তপুর জেলার মোল্লাবাজার এলাকার আবদুল মান্নানের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে বোদাদাদিয়া-৭ লঞ্চের কেবিন ইনচার্জ মো. দীপু জানান, সকালে ঢাকা সদরঘাট থেকে আমাদের লঞ্চটিতে জয়নাল নামক একজন যাত্রী ৭০০ টাকায় ১০৩ নাম্বার কেবিনটি ভাড়া নেন। এরপর সকাল সাড়ে ১২টায় লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়লে আমরা অনেক ডাকাডাকি করার পর ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাইনি। পরে কয়েকজন স্টাফ মিলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। পরে দেখি জয়নাল নামক যাত্রীটি অজ্ঞান হয়ে কেবিনে পড়ে আছেন।
এ বিষয়ে চাঁদপুর নৌ থানার কর্তব্যরত এস আই জহির উদ্দিন আহমেদ বলেন, কেবিনের ভেতর থেকে অজ্ঞান অবস্থায় ওই যাত্রীকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। আমরা লঞ্চের স্টাফদের জিজ্ঞাসা করছি কেন এবং কীভাবে যাত্রীটি মারা গেল? এ বিষয়ে তদন্ত চলছে।
মন্তব্য করুন