শরীয়তপুরে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে গাছ উপড়ে পড়ে জুলেখা বেগম নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ বলেন, বিকেলে ঘূর্ণিঝড়ের বাতাসে একটি গাছ পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালিকুরি গ্রামের স্কুলের পাশেই ওই বৃদ্ধা বসবাস করতেন। স্কুলের ভবন নির্মাণের কাজ চলমান থাকায় স্কুলের পাশের একটি গাছের শিকড়ের এক পাশের মাটি খোঁড়া হয়েছিল। ওই গাছের শিকড়ের মাটি ছিল বেলেমাটি। গাছটি অনেক পুরোনো হলেও অন্যান্য গাছের মতো ওই গাছটির শিকড় মাটির গভীরে যায়নি। দুদিন ধরে বৃষ্টি হওয়ায় গাছের শিকড়ের মাটি নরম হয়ে যায়। বিকেলে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বাতাসের গতিবেগ বাড়ার ফলে গাছটি শিকড় উপড়ে পড়ে যায়। তখন গাছটির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান জুলেখা বেগম।
নিহত জুলেখা বেগম (৬৫) গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুড়ি গ্রামের মৃত সাত্তার আলী বেপারীর স্ত্রী।
এ বিষয়ে গোসাইরহাট থানার ওসি বলেন, বিকেলে ঘূর্ণিঝড়ের বাতাসে একটি গাছ উল্টে পড়ে গিয়ে জুলেখা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের পর তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য করুন