আগামীকাল রোববার (১৯ নভেম্বর) থেকে বিএনপির ডাকে শুরু হতে যাওয়া ৪৮ ঘণ্টার হরতাল সফলে মশাল মিছিল করেছে ফেনী জেলা যুবদল।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ফেনী-নোয়াখালী মহাসড়কের পাঁচগাছিয়া এলাকায় নেতাকর্মীরা এ মিছিল বের করেন।
জেলা যুবদল নেতা ইসমাইল হোসেন সবুজ ও নাছির উদ্দীনের নেতৃত্বে মিছিলে ২০-২৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। হঠাৎ মশাল মিছিলে শহরে আতঙ্ক তৈরি হয়।
দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিলকে ‘একতরফা’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টা হরতালের কর্মসূচি পালন করবে দলটি। পঞ্চম দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এ কর্মসূচির ঘোষণা দেন। এ সময় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান তিনি। যুগপৎ আন্দোলনের শরিকরাও পৃথকভাবে একই কর্মসূচি ঘোষণা করেছে। একদফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এর আগে গত দুই সপ্তাহে পাঁচ দফায় ১১ দিন অবরোধ এবং এক দিন হরতালের কর্মসূচি পালন করেছে।
মন্তব্য করুন