রাজশাহীতে হরতাল সফল করতে বের করা মিছিল থেকে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহীর সাহেববাজারে মিছিল বের করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী হরতালের সমর্থনে মিছিল বের করে। পরে সেখানে পুলিশ বাধা দেয়। তবুও তারা মিছিল করার চেষ্টা করলে ধাওয়া দিয়ে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
ওসি আরও বলেন, এ ঘটনার পর রাজশাহী সাহেব বাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আটক বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এদিকে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
মন্তব্য করুন