২০১৪ ও ২০১৮ সালের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর হ্যাটট্রিক মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুল।
আজ সোমবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের রাজশাহী বিভাগীয় বুথে এই মনোনয়নপত্র জমা দেন তিনি।
এর আগে গতকাল তিনি নিজেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় তিনি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-০২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের পুনরায় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম উত্তোলন করলাম। আশা করছি, এবারও দলের সভাপতি মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা প্রতীক দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেবেন। সেই সঙ্গে আমি নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলাবাসীসহ সবার দোয়া কামনা করছি।
মন্তব্য করুন