চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজন মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত নারী আসিয়া (৪৮) গোবরাতলা মহেষপুর গ্রামের রেজাউল করিমের স্ত্রী ও সদর উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২১ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মো. আদীব আলী দণ্ডিতের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, গত ২০২০ সালে ৪ ডিসেম্বর আসিয়ার বসত বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযানে ৭০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন আসিয়া। এ ব্যাপারে ওইদিন থানায় মামলা করেন থানার তৎকালীন উপপরিদর্শক উৎপল কুমার সরকার।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন উপপরিদর্শক ওবায়দুল হক ২০২১ সালের ৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।
মন্তব্য করুন