আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনে দলীয় মনোনয়নপত্র জমা প্রদান করেছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি।
মঙ্গলবার (২১ নভেম্বর) তিনি বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যলায়ে এ ফরম জমা প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমান, দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, নজরুল শিকদার, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর গফুর লালু, আমানুল আলম, চেয়ারম্যান আবু ছালেহ, চেয়ারম্যান রমজান আলী, চেয়ারম্যান তাপস দত্ত, চেয়ারম্যান নাসির উদ্দীন টিপু, চেয়ারম্যান সেলিম উদ্দীন, চেয়ারম্যান জসিম উদ্দিন, চেয়ারম্যান রিদোয়ানুল ইসলাম সুমন, পদুয়া ইউনিয়ন চেয়ারম্যান হারুন উর রশিদ প্রমুখ।
এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের মধ্যে যথাক্রমে আমিনুল ইসলাম, মাসুদ জাহাঙ্গীর, বক্কর মাস্টার, আব্দুস সালাম, কামাল উদ্দীন, মোহাম্মদ রিদোয়ান, মুজিবুর রহমান, নাসিমুল করিম শিকদার, হারুনুর রশিদ, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আসহাব উদ্দীন, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরফানুর রহমান, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদোয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা ইমরান হোসেন রকি, সাইফুল হাকিম, জয়নাল আবেদিন, সাতকানিয়া উপজেলা তাঁতী লীগের সভাপতি সোহরাব হোসেন মিন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের উপসম্পাদক হামিম হোসেন রবিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এম এ মোতালেব সিআইপি সাতকানিয়া লোহাগাড়া উপজেলার তৃণমূলের রেকর্ড সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
মন্তব্য করুন