আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের খানসামায় পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি অপসারণ শুরু করেছে উপজেলা প্রশাসন।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নির্বাচনী প্রচারণা ছাড়াও বিএনপি-জামায়াতের নেতারাও আন্দোলন সংগ্রাম প্রতিহতের ডাক দিয়ে এসব ফেস্টুন ও পোস্টার সাঁটিয়েছিলেন। যেদিকে চোখ যেত সেদিকেই শুধু রাজনৈতিক নেতাদের প্রচারণার পোস্টার-ফেস্টুন। এতে নষ্ট হতে বসেছিল উপজেলার সৌন্দর্য।
নির্বাচন কমিশন (ইসি) তপশিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণার পোস্টার-বিলবোর্ডসহ অন্যান্য প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দেয়। নির্দেশনা বাস্তবায়নে উপজেলা জুড়ে মাইকিং করে উপজেলা প্রশাসন। কিন্তু এতে সাড়া মেলেনি কোনো রাজনৈতিক নেতার।
তাই বাধ্য হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসানের নেতৃত্বে বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ব্যানার-পোস্টার অপসারণ শুরু করে। পর্যায়ক্রমে শনিবার (২৫ নভেম্বর) পর্যন্ত অপসারণ কার্যক্রম চলবে। এ সময় থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, ওসি (তদন্ত) এ এফ এম মনিরুজ্জামান মন্ডলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান বলেন, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ অনুসারে নিজ নিজ খরচে ফেস্টুন, বিলবোর্ড অপসারণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। এরপরও না সরানোর কারণে এসব ফেস্টুন ও বিলবোর্ড অপসারণের কাজ শুরু করা হয়েছে।
খানসামা উপজেলা ইউএনও মো. তাজ উদ্দিন বলেন, নির্বাচনী আইন ও বিধিমালা মোতাবেক প্রচারসামগ্রী অপসারণের জন্য অভিযান পরিচালিত হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন